Advertisements

ঋত্বিক রোশনের স্টাইলে অসাধারন নাচ জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলের, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements

আশা ভোঁসলে কে না তাকে চেনে? গানের জগতের এক ধ্রুবতারা এই গায়িকা, তবে গানের পাশাপাশি এবার মঞ্চে ঋত্বিক রোশনের স্টাইলে এক পাল কা জীনা গানের তালে কোমর দোলালেন গায়িকা যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা।

পঞ্চাশের দশক থেকে নিজের সুরের জাদুতে মাতোয়ারা করে রেখেছেন সঙ্গীতপ্রেমীদের। বিয়ে করেছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মনকে। স্বামী আর ডি বর্মন মারা যাবার পরেও গানের জগতে একই রকমভাবে রাজ করে গিয়েছেন আশা। একটা সময় দুই বোন আশা এবং লতা গোটা সঙ্গীত জগৎটাকেই রেখেছিলে নিজেদের হাতের মুঠোয়। বিভিন্ন ভাষায় গান গেয়েছেন আশা। লিজেন্ডারি গায়ক কিশোর কুমার কিংবা রফি এর সাথে গলা মিলিয়ে তৈরি করেছেন একেকটা মাস্টারপিস, এই যুগেও একইরকমভাবে অমলিন হয়ে আছে সেইসব গানের জাদু।

আশা ভোঁসলের একমাত্র মেয়ে বর্ষাকেও গানের জগতে নিয়ে আসতে চেয়েছিলেন গায়িকা, তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করেন গায়িকার একমাত্র কন্যা। আর তারপরেই ধীরে ধীরে গানের জগত থেকে সরে যান আশা। বহুবছর নিজেকে সরিয়ে রাখেন লাইম লাইটে থেকে। তবে ভাই হৃদয়নাথ মঙ্গেশকর এর অনুপ্রেরণায় আবার গানের জগতে ফিরে আসেন তিনি।

কিছুদিন আগেই মহারাষ্ট্র সরকার আশা ভোঁসলে কে মহারাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘মহারাষ্ট্র ভূষণ’-এ ভূষিত করেছে। গানের জন্য তো আগাগোড়াই জনপ্রিয় ছিলেন গায়িকা, তবে এবার নেচেও মন জয় করে নিলেন সকলের, তবে আশার নাচের ভাইরাল এই ভিডিওটি এখনের নয়, বরং সাত বছর পুরনো। তবে নতুন করে ভিডিওটি ভাইরাল হয়েছে আর এরই মধ্যে ভিডিওটি কে দেখে নিয়েছে ১৫ লক্ষেরও বেশি মানুষ।

Related Articles