খালি গায়ে ঐন্দ্রিলার সঙ্গে চরম ঘনিষ্ঠ মুহূর্তে অঙ্কুশ, জলের তলায় ভরপুর রোমান্স জনপ্রিয় জুটির

টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ ঐন্দ্রিলা (Ankush and oindrila)। টলি পাড়ার অন্যতম রোমান্টিক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সম্পর্কের কেটে গিয়েছে ১০ বছর, তবে এখনো পর্যন্ত দুজনেই একে অপরের প্রেমে মশগুল। দেখে কে বুঝবে তাদের যে এতদিন ধরে ডেট করছে একে অপরকে, প্রেম যেন একেবারেই ব্র্যান্ড নিউ।
ঘুরে বেড়াতে বেশ ভালবাসে, আর তাই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, সুযোগ পেলেই দুজনে একসাথে সময় কাটাতে বেরিয়ে পড়েন দূর-দূরান্তে। কিছুদিন আগেই প্রি হানিমুন করতে উড়ে গেছেন মালদ্বীপে (Maldives)। একসাথে কোয়ালিটি টাইম কাটিয়েছেন টলি পাড়ার এই লাভ বার্ড।
মালদ্বীপে পৌঁছে ইতিমধ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছে অঙ্কুশ ঐন্দ্রিলা। মালদ্বীপের সমুদ্রসৈকতে বিকিনি ফটোশুটে নতুন অবতারে ধরা দিয়েছেন ঐন্দ্রিলা। যেই ফটো গুলি নেট দুনিয়ায় রীতিমতো হয়েছে ভাইরাল।
মালদ্বীপে রোমান্টিক ওয়েদারে দারুণ হলিডে কাটিয়েছেন টলিউডের রোমান্টিক জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। কখনো সমুদ্রের নীল জলের মাঝে একে অপরকে আলিঙ্গনে বেঁধেছেন টলিউডের হট জুটি। এবার সেই ছবিই ভাইরাল নেট দুনিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে মালদ্বীপের হলিডে’স এর ছবি পোস্ট করেছে যুগল। যেখানে দেখা যাচ্ছে, নীল জলের গভীরে একে অপরকে আলিঙ্গনে আকড়ে রেখেছেন টলিউডের পাওয়ার কাপল। ঐন্দ্রিলা পরনে সাদা নেটের টপস এবং হট প্যান্ট। অঙ্কুশের বেয়ার বডিও তাপমাত্রার পারদ বাড়িয়ে তুলেছে। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটি।
ইতিমধ্যে মালদ্বীপে গিয়ে উপসর্গবিহীন করোনায় (coronavirus) আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তবে নায়িকা নিজেই বিশ্বাস করতে পারছেন না সেই কথা। শরীরে কোন রকমের উপসর্গ বা ক্লান্তি নেই ঐন্দ্রিলার, নায়িকা নিজেই জানিয়েছেন সেই কথা। একসাথে সময় কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে তবে সেখানেও বিপদ পিছু ছাড়েনি । তবে একসাথে থাকলেও রিপোর্ট নেগেটিভ এসেছে অঙ্কুশের।