বিনোদন

সকালে ফলের জুস খেয়ে রুমে যান সুশান্ত সিং, তারপর কি ঘটলো? জানালেন পরিচারক

Advertisement
Advertisement

গতকাল থেকে নিউজ মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় সবথেকে চর্চিত বিষয় হল বলিউডের এমএস ধোনি সুশান্ত সিং এর আত্মহত্যা। ৩৪ বছর বয়সী এই অভিনেতা টিভি সিরিয়াল দিয়ে তার কেরিয়ার শুরু করে। কিন্তু সুশান্ত একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। ফিজিক্সে ন্যাশনাল অলিম্পিয়াড জয়ী হয়েছিলেন। এছাড়া AIEEE তে সপ্তম স্থান অর্জন করেছিলেন। তিনি ভালো চাকরিও করতে পারতেন। কিন্তু তিনি একটা চ্যালেঞ্জিং জীবন বেছে নিয়েছিলেন। কারণ তার লক্ষ্যটা স্থির ছিল, তাই তিনি বলিউডকে Kai po che, PK, M.S. Dhoni:The Untold Story, Raabta, Kedarnath এর মতো ভালো ভালো সিনেমা উপহার দিতে পেরেছেন।

মানুষটার শেষ সিনেমা ‘Chhichhore’ তে আমাদের শিখিয়েছিল কখনো হেরে যেতে নেই, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারেনা লড়াই করতে হবে। এই একটা জীবন অনেক দামী।এটাই ছিল সিনেমার মুল বক্তব্য। আর ভাগ্যের কি পরিহাস নিজেই সেই কাজটা করে বসলো। টাকা পয়সা ফেম কিচ্ছু মানসিক শান্তি দেয়না। তার একটা উদাহরণ দিয়ে গেলো সুশান্ত।

কিন্তু সুশান্ত কেন আত্মহত্যা করলো? এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। সুশান্তের দেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কয়েকঘণ্টা আগে তার গতিপ্রকৃতি কেমন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিন এর মতো গতকালও সুশান্ত সকালে তাড়াতাড়ি উঠেছিল। তারপর সকাল দশটাই ফলের রস খেয়েছেন। তারপর তিনি তার রুমে চলে যায়। ১১ টা নাগাদ পরিচারক এসে তাকে বারবার ডাকার পরও যখন কোনো সাড়া পাননি তখন পরিচারক আবাসনের বাসিন্দা ও সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের খবর দেন। বন্ধুরা খবর পাওয়া মাত্র ছুটে আসে এবং এমারজেন্সি টেলিফোন নং ১০৮ এ কল করেন, তারপর ভাঙ্গা হয় দরজা। আর দরজা ভাঙতেই বিছানার চাদর গলায় ফাঁস লাগানো অবস্থায় সুশান্তের ঝুলন্ত দেহ সকলের চোখে আসে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles