বিনোদন

রিয়েল হিরো, ৪০০ অসহায় পরিবারের দায়িত্ব নিলেন সোনু সুদ

Advertisement
Advertisement

অভিনেতা সোনু সুদ। এই অভিনেতার সাথে কমবেশি আমরা প্রায় সকলেই পরিচিত। 2002 সালে তাকে প্রথম হিন্দি ছবিতে দেখা যায়। ছবিটির নাম ছিল শহীদ- ই-আজম ভগৎ সিং। তারপর একে একে তাকে অনেক বলিউড সিনেমাতেই দেখা যায় যেমন ২০১৪ তে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘এন্টারটেনমেন্ট’। এবং 2018 তে ‘সিম্বা’, ‘পল্টান’ ইত্যাদি। ইতিমধ্যে তার নেওয়া একটি বিশেষ পদক্ষেপে তিনি গোটা দেশবাসীর কাছে এক মশিহা হয়ে দাঁড়িয়েছেন!

এই বিখ্যাত অভিনেতা বর্তমানে করোনাভাইরাস অর্থাৎ covind-19 দাঁড়া জর্জরিত এবং হতাশ হওয়া অসংখ্য পরিবার ও পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন! তিনি হতাশ হওয়া, আটকে পড়া, হাজার হাজার অধিবাসী, পরিযায়ী শ্রমিকদের নিজেদের দেশে, তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছেন।

তিনি পিটিআই সংস্থা কে বলেছেন,” রাজনীতির সাথে আমার কিছু করার নেই, আমি পরিযায়ী শ্রমিকদের প্রতি, আমার দেশের অভিবাসীদের প্রতি ভালোবেসে এবং খাঁটি ভাবে এটি করছি আমি চাই তারা তাদের পরিবারের সাথে পুনরায় একত্রিত হোক, এবং তাতে আমি আমার সাধ্যমত সহায়তা করে যাব, এবং শেষ অভিবাসী টি তার বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাবো।” 46 বছর বয়সী অভিনেতা সোনু সুদ -এর অনুমান অনুসারে তিনি ১৮,০০০-২০,০০০ কর্মীকে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এবং উত্তরপ্রদেশের মতন রাজ্যে তাদের বাড়িতে পৌঁছে দিতে সহায়তা করেছেন। এবং মৃত ও আহত 400 টি পরিযায়ী শ্রমিকদের পরিবারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

অভিনেতা সোনু সুদ তার শৈশবের বন্ধু নিতি গোয়েল-এর সাথে ৯ই যে শ্রমিকদের খাবার বিতরণ করতে গিয়ে জানতে পেরেছিলেন যে তারা মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক তখনই তিনি মনে করেছিলেন যে যাদের কারণে আমাদের বাড়ি ঘর রাস্তা অফিস তাদের আমরা কিভাবে ফেলে দিতে পারি? তিনি বলেছিলেন,”আমি শহরের রাস্তার যে চিত্রগুলি দেখেছি তা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল! আমি যখন পরিযায়ী শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে হাঁটতে দেখলাম তখন ঐ আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার এদের জন্য এগিয়ে আসা উচিত এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত”

ইতিমধ্যে অভিনেতা সনু সুদ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেন এবং প্রায় 300 জন লোকের 48 ঘণ্টার মধ্যে প্রথম ব্যাচের বাসের বন্দোবস্ত করে তাদের নিজস্ব বাড়িতে ফিরিয়ে দেবার ব্যবস্থা নেন। এরপর থেকে তিনি থেমে থাকেননি একের পর এক কাজ করেই চলেছেন। ঠিক এই ভাবেই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে,এবং ভবিষ্যতেও যে তিনি একই ভাবে তাদের পাশে থাকবেন সেটা বুঝিয়ে দিয়ে এখন অভিনেতা সনু সুদ সবার কাছে সুপার হিরো হিসেবে প্রশংসিত হচ্ছেন!।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles