চাকরির সংবাদনিউজ

Railway Recruitment 2024: মাধ্যমিক পাশে রেলে চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ, বাড়িতে বসে এইভাবে আবেদন করুন

Advertisement
Advertisement

Indian Railways Recruitment 2024: চাকরির আশায় আর যেতে হবে না রাজ্যের বাইরে। হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই মিলবে সরকারি চাকরি। সম্প্রতি ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে একগুচ্ছ পদে নিয়োগ করা হচ্ছে কর্মী। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। কারা করতে পারবেন আবেদন? কীভাবে আবেদন করা যাবে? কোন কোন পদে চলছে নিয়োগ? সব তথ্য রইল এই প্রতিবেদনে।

Recruitment Agency (নিয়োগ সংস্থা)- Railway Recruitment Cell, Northern Railway

Name Of The Post (পদের নাম)- Sports Quota For Group D

Total Vacancy (মোট শূন্যপদ)- 38

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

এই পদে আবেদন করার জন্য নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Recruitment Process (নিয়োগ পদ্ধতি)-

এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। কেবলমাত্র স্ক্রিনিং এবং স্ক্রুটিনীর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ভারতীয় রেলের তরফ থেকে।

Application Fee (আবেদন ফি)-

এই সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলে যাবে সংস্থার ওয়েবসাইটে।

Last Date Of Application (আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ)-

মে মাসের 16 তারিখ পর্যন্ত ভারতীয় রেলের এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

এই পদে আবেদন করার জন্য অবশ্যই বেশ কিছু নথিপত্র থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে।

আধার কার্ড

প্যান কার্ড

ভোটার কার্ড

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

পাসপোর্ট সাইজের ছবি

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

এই পদে আবেদন করা যাবে বাড়িতে বসেই।

স্মার্টফোন কিংবা ল্যাপটপ ব্যবহার করে প্রথমেই চলে যেতে হবে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।

সেখানে গিয়ে প্রথমেই করে নিতে হবে রেজিস্ট্রেশন।

এরপর মিলে যাবে ভারতীয় রেলের একগুচ্ছ চাকরির ফর্ম।

সেখান থেকেই নির্দিষ্ট এই ফর্মটি খুঁজে নিতে হবে চাকরিপ্রার্থীকে।

এরপর খুঁটিনাটি যাবতীয় তথ্য দিয়ে করতে হবে ফর্ম ফিলাপ।

একেবারে শেষে ক্লিক করতে হবে সাবমিট বাটনে।

প্রয়োজনে এই ফরমেট প্রিন্ট আউট বের করে রেখে দেওয়া যেতে পারে নিজের কাছে।

Related Articles