বিনোদন

Dev: হাতে ১২ লাখের ঘড়ি, চড়েন কোটি টাকার গাড়িতে, দেবের ধন-সম্পদের খতিয়ান অবাক করে দেবে

Advertisement
Advertisement

Dev: তিনি মহানায়ক। বছরের পর বছর ধরে রাজত্ব চালাচ্ছেন টলি ইন্ডাস্ট্রিতে। অ্যাকশন হিরো থেকে রোমান্টিক হিরো সব ছবিতেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব (Dev)। তবে কেবলমাত্র তিনি কিন্তু সুপারস্টার নন, পাশাপাশি তৃণমূল সাংসদ। ২০১৯ সালের পর পুনরায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আবারও তৃণমূলের টিকিটে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। এর আগে অবশ্য পরপর দুবার ঘাটাল লোকসভা কেন্দ্রে হয়েছেন জয়ী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তারকা সাংসদের সম্পত্তির খতিয়ান।

ঘাটাল লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে ভোটে লড়েছিলেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের হারিয়ে সেবার জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১৯ সালে। আর এবার পালা ২০২৪ এর। এবারেও ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভরসা রেখেছেন দেবের ওপরেই। ইতিমধ্যেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। আর এরই মাঝে জানা গেল দেবের সম্পত্তির পরিমাণ।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, দেবের বিরুদ্ধে থানায় নেই কোন রকমের অভিযোগ। তৃণমূল প্রার্থীর হাতে বর্তমানে রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা। যদিও নগদ টাকা কম থাকলেও ব্যাঙ্কে কিন্তু ভালো টাকাই রয়েছে দেবের। একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে দেবের। সবকটি মিলিয়ে অর্থের পরিমাণ ১০ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭১ টাকা। এছাড়াও অভিনেতার নামে রয়েছে ৯ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা রয়েছে ২ কোটি ১৫ লাখ ১ হাজার ৭৬৫ টাকা। সাম অ্যাসিওর ইনভেস্টমেন্টে বিনিয়োগ করেছেন ১ কোটি ২২ লাখ টাকা। তবে লোন রয়েছে অভিনেতার। বাজারে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা ঋণ রয়েছে দেবের।

এতো গেল টাকা-পয়সার খুঁটিনাটি। এবার দেখে নেওয়া যাক গাড়ি, বাড়ি। দেবের কাছে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও ৪৯ লাখ ১৮ হাজার ৫৮২ টাকার গয়না রয়েছে দেবের। রয়েছে পছন্দের দামি ঘড়ি। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৫৬ হাজার ৫৪৪ টাকা। সব মিলিয়ে তারকা সাংসদের সম্পত্তির মূল্য ১৭ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৬৯ টাকা। যদিও অভিনেতার নিজের নামে নেই কোনো রকমের চাষযোগ্য জমি। তবে শহর কলকাতায় একটি ফ্ল্যাট রয়েছে। এমনকি আরও বেশ কয়েকটি বাড়ির উল্লেখ রয়েছে হলফনামায়। যার সর্বমোট বাজার মূল্য ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার টাকা।

Related Articles