বিনোদন

বাবার টাকায় ফুটানি নয়, নিজের দমে বিশ্বের সেরা সংস্থায় যোগ সৌরভ কন্যা সানার, বেতন জানলে চমকে যাবেন

Advertisement
Advertisement

Sourav Ganguly: তিনি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে ময়দানে ব্যাট হাতে দেখা না গেলেও টিভির পর্দায় ছক্কা হাঁকাচ্ছেন তিনি। কথা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে। তবে তিনি একা নন। সেলিব্রিটি তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীও (Dona Ganguly)। নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সৌরভ ঘরণীর। তবে আজকের প্রতিবেদনে সৌরভ কিংবা ডোনাকে নিয়ে নয় বরং কথা হবে তাঁদের একমাত্র কন্যা সানা গাঙ্গুলীকে (Sana Ganguly)কে নিয়ে।

বাবা দেশের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন। মা বিখ্যাত নৃত্যশিল্পী। তবে সানা কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছেন কর্পোরেট জগতকে। ক্রিকেট বা নাচকে পেশা হিসেবে না বেছে নিয়ে কর্পোরেট দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন সৌরভ কন্যা। লরেটো স্কুলে করেছেন পড়াশোনা। এরপর উচ্চ শিক্ষার জন্য বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন তিনি। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন তিনি। যদিও স্নাতক ডিগ্রি অর্জন করার আগেই কাজের জগতে হাতে খড়ি হয়ে গিয়েছিল সানা। বলা ভালো, খুব অল্প বয়স থেকেই নিজের কেরিয়ার নিয়ে ব্যাপক সচেতন সারা।

নিজের লক্ষ্যে বরাবরই অবিচল থাকতে ভালোবাসেন সানা গাঙ্গুলী। ইতিমধ্যেই কিন্তু তিনি প্রবেশ করে ফেলেছেন কর্মক্ষেত্রে। ঈর্ষণীয় বেতনের প্যাকেজেই পেশাদারী জীবন শুরু করেছেন সানা গাঙ্গুলী। স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই দেশের অন্যতম সেরা মাল্টিন্যাশনাল কোম্পানি পিডব্লিউসতে ইন্টার্নশিপ শুরু করেন সৌরভ কন্যা। ২০২২ সালের জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন সৌরভ কন্যা। সে সময় প্রত্যেক মাসে বেতন বাবদ পেতেন আড়াই লক্ষ টাকা। অর্থাৎ বছরে তাঁকে প্রায় ৩০ লক্ষ টাকা বেতন দিত এই সংস্থা।

এরপর ধীরে ধীরে প্রশস্থ হয় তাঁর কেরিয়ারের পথ। পিডব্লিউসতে ইন্টার্নশিপ শেষ করার পরেই আরও একটি নামজাদা সংস্থা তথা বিশ্বের অন্যতম চর্চিত কনসাল্টিং ফার্ম ডিলোয়েটে যোগ দিয়েছেন সৌরভ কন্যা। বর্তমানে এখানেই কর্মরত তিনি।

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডিলোয়েটে প্রত্যেক মাসে বেতন বাবদ ৮৭০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা পান সৌরভ তনয়া।

Related Articles