লাইফস্টাইল

মানিব্যাগে এই জিনিস রাখলে টাকা আসবে হু হু করে, কখনও অভাব হবে না

Advertisement
Advertisement

Vastu Tips: আনন্দে জীবন কাটানোর জন্য প্রয়োজন অর্থের। আসলে খুব সহজেই যে কোনো চাহিদা পূরণ করতে পারে অর্থ। টাকা ছাড়া জীবনযাপন একেবারেই অসম্ভব। আর সে কারণেই তো দিনরাত কষ্ট করে টাকা উপার্জন করছেন আমজনতা। এমন অনেকেই রয়েছেন যারা নিজের ডিউটি সম্পন্ন করার পরেও করছেন ওভারটাইম। অনেকেই আবার চাকরির পাশাপাশি করছেন ব্যবসা। কিন্তু এত কিছুর পরেও টাকা থাকতে কই? আপনিও যদি এই সমস্যায় ভুগছেন তাহলে এবার থেকে মেনে চলুন এই বাস্তু টিপস। বাস্তু শাস্ত্র মেনে এই ৫ কাজ করলেই আর কখনো অভাব হবে না অর্থের। মানিব্যাগ থাকবে না ফাঁকা।

শ্রী যন্ত্র-

জ্যোতিষ শাস্ত্রে এক আলাদাই গুরুত্ব রয়েছে শ্রী যন্ত্রের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়িতে যদি এই যন্ত্র স্থাপন করা হয় তাহলে সৌভাগ্য, সুখ এবং ধন-সম্পদ আসে। এছাড়াও শ্রী যন্ত্রের একটি ছবি রাখা যেতে পারে মানিব্যাগ কিংবা পার্সে। এই কাজ করলে ভাগ্য সহজেই বদলে যাবে। কখনোই জড়াতে হবে না আর্থিক জটিলতায়।

মা লক্ষ্মীর ছবি-

হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি জীবনে কখনো অর্থের অভাব অনুভব করেন না। আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ তাহলে আপনার পার্সে বসার ভঙ্গিতে লক্ষ্মীর একটি ছবি রেখে দিতে পারেন।

ফিটকারি-

আজও অনেকেই ব্যবহার করেন ফিটকারি। কোথাও কেটে গেলে সাথে সাথে সেখানে ফিটকারি ঘষে দেওয়া হয়। এই কাজ করলে রক্ত বেরোনো বন্ধ হয়। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে মানিব্যাগে যদি ফিটকারি রাখা হয় তাহলে কিন্তু মিলবে শুভ ফল। এটি ইতিবাচক শক্তিকে সহজেই আকর্ষণ করতে পারে। তাই মানিব্যাগ বা পার্সে ফিটকিরি রাখলে আর্থিক উন্নতি হয়। কমে যায় অপ্রয়োজনীয় খরচ।

ধানের দানা-

ধান শীষকে বলা হয় অক্ষত। হিন্দু ধর্মে ধানের শীষ অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই উল্লেখ করা হয়েছে। যারা প্রচুর উপার্জন করা সত্ত্বেও সঞ্চয় করতে পারেন না তারা আজ থেকেই ধানের শীষ রাখা শুরু করুন মানিব্যাগ কিংবা পার্সে। এই কাজ করলেই ফুলে ফেঁপে উঠবে অর্থভাণ্ডার।

সোনা কিংবা রুপোর মুদ্রা-

সোনা কিংবা রুপোর মুদ্রা শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে সোনা কিংবা রুপোর মুদ্রা পার্সে রাখা হলে কখনোই অর্থের অভাব হয় না।

লাল কাপড় বা কাগজ-

যদি নিজের পার্স সর্বদা টাকা দিয়ে ভরিয়ে রাখতে চান তাহলে লাল কাপড় রাখা যেতে পারে। বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে লাল রংয়ের কাপড় বা কাগজ রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

Related Articles