অফবিটভাইরাল ভিডিও

প্রকাশ্য রাস্তায় পুলিশের পোশাকে তুমুল নাচে ঝড় তুলল দুই সুন্দরী তরুণী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বর্তমানে পৃথিবীতে সোশ্যাল মিডিয়া সবথেকে উন্নত মাধ্যম। আজকাল পৃথিবীর কোণায় কোণায় ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়ার দৌলতে। এমনকি অনেক মানুষ আছেন যাঁরা সুযোগের অভাবে প্রতিভা থাকা সত্ত্বেও যোগ্য সম্মান পান না, তাঁরাও বিশ্বের দরবারে তাঁদের প্রতিভাকে প্রদর্শন করতে পারছেন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে। কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা হয় না প্রতিভার – নৃত্য, সঙ্গীত, আবৃতি, শারীরিক কসরত এমনকি মিমিক্রিও করে থাকেন বহু মানুষ। কিন্তু এইসব শিল্পীদের কোনো সম্মান ছিল না অনামী হওয়ায়, তবে আজ তাঁরা যোগ্য সম্মান পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানারকম অদ্ভুত ঘটনার‌ও সাক্ষী হতে হয়েছে আমাদের প্রতিভা প্রদর্শনের সাথে সাথে। পৃথিবীতে ঘটতে থাকা এমন কিছু অদ্ভূত ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

ডাক্তার ,পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দেবতা রূপে নিজের প্রাণ বাজি রেখে করোনাকালে লকডাউনের সময় করোনার মোকাবিলা করেছেন। কখন‌ও বা ডাক্তারের নাচ ভাইরাল হয়েছে রোগীদের উৎসাহিত করার জন্য, আবার দুর্দান্তভাবে ভাইরাল হয় মানুষকে সতর্ক করার জন্য পুলিশ অফিসারের গানের মাধ্যমে অভিনব সতর্কবার্তা। বিশেষ করে আমরা নবরূপে দেখেছি পুলিশ অফিসারদের। কখন‌ও বা আইন ভঙ্গকারীদের শক্ত হাতে সামলাতে, আবার কখনো মানবিক হৃদয়ে মানুষকে সাহায্য করতে। একদিকে রক্ষক, অন্যদিকে কঠোর প্রশাসক।

তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিউজিকের সাথে উত্তাল নাচ করছেন দুই লেডি পুলিশ অফিসার। দুজনেই পারফর্ম করছেন সুনিপুণভাবে। ভিডিওটিতে তাঁরা নানা রকম ফানি অ্যাক্ট করেছেন মাঝে মাঝে, কখন‌ও বা অভিনয় করে দেখিয়েছেন মজার ডায়লগ দিয়ে, সব মিলিয়ে জমজমাট হয়ে গেছে কিছু সময়ের ভিডিওটি। তবে দর্শকরা বিস্মিত হয়ে গেছেন দুই পুলিশ অফিসারের এই রূপ দেখে। যদিও তাঁরা প্রশংসা করেছেন তাঁদের প্রতিভার। দীপাংশু সিং নামে একজনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তবে সন্দেহ রয়েছে, আদৌ তাঁরা আসল পুলিশ অফিসার কিনা। কারণ শেষে ভাবিকা নামে এক অভিনেত্রীর টিকটকের অ্যাকাউন্ট দেখাচ্ছে।

ভিডিওটি লাইক করেছেন প্রায় ৩০০ জন মানুষ। শেয়ারও পড়েছে অনেক। সবাই তাঁদের প্রশংসা করেছেন কমেন্ট বক্সে। তবে পজেটিভ কমেন্টের পাশাপাশি কিছু নেগেটিভ রিঅ্যাকশনও দেখা গেছে। অনেকেই বলছেন, মোটেই শোভা পায় না‌ পুলিশ অফিসারদের এই নাচ। এর আগেও সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিল এক স্কুলে শিক্ষিকাদের নাচ নিয়ে, সে ক্ষেত্রে সবাই তীব্র নিন্দা করেছিলেন শিক্ষিকাদের। বলাই বাহুল্য, এ ক্ষেত্রেও একই কথা উঠবে। তবে দর্শকদের মন জয় করেছে পুলিশ অফিসারের নাচ। এই ভাবেই আমরা ভারতবর্ষের কোণায় কোণায় থাকা প্রতিভার পরিচয় পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের সামনে পরিচিত হবার সুযোগ পাচ্ছে হারিয়ে যাওয়া প্রতিভাগুলি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles