নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

বেশির ভাগ পাঁচ তারা হোটেলে সিলিং ফ্যান থাকে না কেন? উত্তর জানলে চমকে যাবেন

5 Star Hotel Ceiling Fan: সিলিং ফ্যান (Ceiling fan) কমবেশি প্রত্যেকটি ঘরেই দেখা যায়। যখন ভীষণ গরম পড়ে তখন ঘরের ভেতর এই সিলিং ফ্যানই একমাত্র আমাদেরকে গরমের হাত থেকে বাঁচাতে পারে। তার কারণ প্রতিটি মানুষের পক্ষে তো এয়ার কন্ডিশনার (Air

Published By: Sangbad Safar Desk | Updated:

5 Star Hotel Ceiling Fan: সিলিং ফ্যান (Ceiling fan) কমবেশি প্রত্যেকটি ঘরেই দেখা যায়। যখন ভীষণ গরম পড়ে তখন ঘরের ভেতর এই সিলিং ফ্যানই একমাত্র আমাদেরকে গরমের হাত থেকে বাঁচাতে পারে। তার কারণ প্রতিটি মানুষের পক্ষে তো এয়ার কন্ডিশনার (Air conditioner) বা ইয়ার কুলার (Air cooler) কেনা তো সম্ভব নয়। কিন্তু এই সিলিং ফ্যান থাকলে কিছুটা হলেও মানুষ গরমের হাত থেকে মুক্তি পেতে পারে।

আপনার জন্য নির্বাচিত

5 Star Hotel Ceiling Fan

সিলিং ফ্যান যে তাপমাত্রা (temperature) কমিয়ে দেয়, তা নয় কিন্তু। যেহেতু এই ফ্যানের হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই চরম তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তবে প্রতিটি ঘরে ঘরে সিলিং ফ্যান তো দেখা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পাঁচতারা হোটেল রুমে কেন সিলিং ফ্যান থাকে না? চলুন এর কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

1)নিয়মিত পরিষ্কারের ঝামেলা (Regular Cleaning): বড় বড় হোটেল রুমে যদি সিলিং ফ্যান থাকে তবে হোটেলের কর্মচারীদেরকে প্রতিনিয়ত সেই সিলিং ফ্যান পরিষ্কার করতে হবে। তার কারণ ফ্যান না চালালে ফ্যানের ব্লেডে ধুলোবালি জমে যাওয়া প্রবল সম্ভাবনা থাকে। তাই হোটেলের চাকচিক্য বজায় রাখতে প্রতিদিন ফ্যানের ব্লেড থেকে শুরু করে ফ্যানের প্রতিটি পার্ট পরিষ্কার রাখতে হবে। যেটা কর্মচারীদের সম্ভব নয়।

2)হোটেল রুমে ফ্যান লাগানো খরচ সাপেক্ষ (Expensive than AC): আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে এয়ারকন্ডিশনার (AC) লাগানো সবার পক্ষে সম্ভব হয় না। তাই কম বেশি সকলের বাড়িতেই সিলিং ফ্যান থাকে। কিন্তু হোটেলের পক্ষে তেমনটা নয়। একটি বড় পাঁচতারা হোটেলে (5 Star hotels) সেন্ট্রাল এসি (Central AC) বসালে তা অনেক বেশি সাশ্রয়ী হয়। আর যদি তাদের সিলিং ফ্যান ব্যবহার করতে হয় তবে প্রতিটি রুমে আলাদা করে ফ্যান লাগাতে হবে। যার বিদ্যুৎ খরচ বরং একটু বেশি পড়ে যায়।

3)তাপমাত্রা সটিকভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব (Controlling temperature): একটি বড় হোটেলে প্রতিটি রুম থেকে শুরু করে খাবার জায়গা, ব্যালকনি প্রত্যেকটি জায়গায় সমান তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করা হয়। তাই সে ক্ষেত্রে তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে সিলিং ফ্যান কোনরূপ কার্যকরী হবে না।

4)আচমকা বিপদের আশঙ্কা (Sudden accident): আগেকার দিনে খুব শোনা যেত যে হোটেল রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (Suicide)। এই সমস্ত আচমকা বিপদের সম্ভাবনা এড়িয়ে চলার জন্য বড় বড় হোটেলগুলোতে সিলিং ফ্যান লাগানো হয় না। এছাড়া অনেক সময় সিলিং ফ্যানের ব্লেড খুলে গিয়ে বা সিলিং ফ্যানের অন্য কোন অংশ খুলে গিয়ে কারোর ক্ষতি হতে পারে। তাই এরূপ ক্ষতি যাতে না হয় সেই জন্য হোটেল রুমে সিলিং ফ্যান না লাগানোটাই তারা শ্রেয় বলে মনে করে।