Advertisements

অভিনব ডিজাইনে বাজার গরম করতে আসছে TATA-র নতুন গাড়ি, ফিচারসে কি কি চমক থাকবে? জানুন খুঁটিনাটি

Advertisements

Tata motors, কম দাম ও উন্নত মানের গাড়ি তৈরি করার জন্য অন্যতম জনপ্রিয় নাম হয়ে উঠেছে এই সংস্থা। এমনকি খুব অল্প সময়ে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য কায়েম করেছে টাটা মোটরস। বিগত কয়েক বছর ধরে দেশের বাজারে এই সংস্থার ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। সম্প্রতি টাটা মোটরসের আরও একটি নতুন ইলেকট্রিক গাড়ির লঞ্চের ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি এদেশে Frest নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে, সেখান থেকেই ধারণা করা হচ্ছে টাটা তাদের ২০২৩ এক্সপোতে উন্মোচিত Curvv এর প্রোডাকশন ভার্সনটি এই নামে আনতে চলেছে। তবে Azuro নামের জন্য ট্রেডমার্ক দায়ের করা ফলে এও মনে করা হয়েছে এই নামেও হাজির হতে পারে কুপ SUV মডেল Tata Curvv.

কেমন হবে Curvv! আশা করা হচ্ছে ২০২৪ এর শুরুতে কার্ভ ইলেকট্রিক লঞ্চ করা হবে, যেটি নতুন ডিজিটাল ডিজাইন সমেত আসবে। স্টাইলিং এর কথা বললে এতে দেওয়া হয়েছে স্কোয়ার অফ হুইল আর্চ, প্রমিনেন্ট শোল্ডার লাইন, বডি ক্ল্যাডিং, স্লোপিং রুফ লাইন ইত্যাদি। উপস্থিত থাকবে ডুয়েল ডিজিটাল স্ক্রিন, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানারামিক সানরুফ, টু স্পোক স্টিয়ারিং হুইল ও রোটারি গিয়ার সিলেক্টর।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় আজুরা ইভি ব্র্যান্ডের জিপট্রন টেকনোলজি পেতে চলেছে। এতে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ অফার করা হবে। স্পেসিফিকেশন এর তথ্য এখনো সেরকম মেলেনি তবে CURVV SUV এর আইসিই ভার্সন সম্পর্কে জানা গেছে এতে নতুন 1.2lt TGDi পেট্রোল ইঞ্জিন থাকবে। যা থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ১২৫ বিএইচপি এবং টর্কের পরিমাণ 225mm. ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ট্রান্সমিশন অফার করা হবে বলেই আশা করা হচ্ছে।

Related Articles