খেলা

ঠিক কি কারণে আচমকা অবসর নিলেন ধোনি? জানালেন মাহির ছোটবেলার কোচ

Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের দিনটি প্রতিটি দেশবাসীর কাছে গর্বের, আনন্দের। কিন্তু চলতি বছর কোথাও জানো এই দিনটি বহু মানুষের চোখে জল এনেছে। ওই দিন ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কেনো হঠাৎ এই সিদ্ধান্ত! সে প্রশ্ন উত্তর সকলের কাছেই অধরা। সকলে জানতে চায় কেন ধোনি হঠাৎ ক্রিকেট থেকে অবসর নিলেন। এবার ধোনির অবসর নেওয়ার কারণ ব্যক্ত করলেন তার ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি।

যদিও মাহির হঠাৎ অবসর নেওয়ার ঘটনায় অবাক কেশব ব্যানার্জিও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৮ বছর ধরে ধোনিকে চিনি। বাড়িতে থাকলে ও ক্রিকেট নিয়ে কথা বলে না। আমার মনে হয় ওর এই সিদ্ধান্তের কথা বাড়ির কেউও আগে জানত না। আমাদের খারাপ লাগছে। তবে এটা ধোনির সিদ্ধান্ত। ওর যেটা মনে হয়েছে ও করেছে। ভারতীয় দলে একজন বিশ্বমানের উইকেটকিপার এখন প্রয়োজন। ততদিন পর্যন্ত ধোনির উপস্থিতি সবাই অনুভব করবে। আর ধোনি নিজেই নিজেকে বিচার করতে পারে সব থেকে ভালো। ওর মনে হয়েছে এই সময়টাই অবসর ঘোষণার জন্য সেরা। তাই ও অবসর নিয়েছে। ওর মাথায় কী চলে সেটা বোঝা কঠিন। তবে যদি আমাকে প্রশ্ন করা হয় তা হলে বলব টি-২০ বিশ্বকাপ মাহি খেলত। টি -২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ও অবসর নিল। আমার সঙ্গে ওর বেশ কয়েকবার কথা হয়েছে, সত্যি বলতে একবারও ক্রিকেট নিয়ে কথা হয়নি। কিন্তু আমার মনে হয় ও আসলে চলতি বছরেই অবসরের পরিকল্পনা করে রেখেছিল’।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ৭ টা ৩২ মিনিটে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ধোনি। সেখানে তিনি বলেন, ‘ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন’। পাশাপাশি নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেন ধোনি। এ প্রসঙ্গে ধোনির ম্যানেজার বলছিলেন, করোনার জন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় মাহি অবসর ঘোষণা করলেন। না হলে টি-২০ বিশ্বকাপে খেলেই অবসর নেবেন বলে ঠিক করেছিলেন ধোনি।

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে ভারতের হয়ে খেলা শুরু করেন ধোনি। ৩০ দিন আগে ৩৯ বছর পূর্ণ করা এই ক্রিকেটার ২০১৪ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি। অন্যদিকে ধোনির নেতৃত্বে ভারত ২০০৭-এ আইসিসি T-20 বিশ্বকাপ চাম্পিয়ন হয়। ২০১০ এবং ২০১৬ তে এশিয়া কাপ যেতে ভারত। ২০১১ -তে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩ তে আইসিসি চাম্পিয়ন ট্রফি তাঁর নেতৃত্বেই আসে ভারতে। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles