whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

ICC World Cup 2023: ইন্ডিয়ার কপালে নেই জেতা! ম্যাচের আগেই বড় তথ্য প্রকাশ্যে এলো

ICC World Cup 2023: গোটা ভারতবর্ষের ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে আজ উত্তেজনা তুঙ্গে। কারণ আজ আর কয়েক ঘণ্টা পরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ (World Cup 2023)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে…

Published By: Web Desk | Updated:
Advertisements

ICC World Cup 2023: গোটা ভারতবর্ষের ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে আজ উত্তেজনা তুঙ্গে। কারণ আজ আর কয়েক ঘণ্টা পরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ (World Cup 2023)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া (India) এবং অস্ট্রেলিয়া (Australia)। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে ফাইনালে নিজের জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে (Africa) হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই আইসিসি (ICC) এই ম্যাচের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে। বাট এই নাম শুনে চাপের মুখে পড়েছেন ইন্ডিয়া ক্রিকেট টিমের সাপোর্টাররা। কারণ আম্পায়ার হিসেবে এদিন মাঠে যিনি উপস্থিত থাকবেন তার নকআউটে বারবার হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

আপনার জন্য নির্বাচিত

ICC World Cup 2023

আজকের এই ফাইনাল ম্যাচের জন্য আইসিসি মাঠের আম্পায়ার হিসেবে নির্ধারণ করেছে রিচার্ড কেটলবরো (Richard Kettleborough) এবং রিচার্ড ইলিংওয়ার্থকে (Richard Illingworth)। রিচার্ড কেটলবরো এর আগে আইসিসি নকআউট ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার ম্যাচগুলির আম্পায়ার হিসাবে নিযুক্ত হয়েছেন এবং টিম ইন্ডিয়ার পরাজয়ের সাক্ষী হয়েছেন৷ ২০১৪ সালে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি (T-20) বিশ্বকাপের ফাইনালে রিচার্ড কেটলবোরো আম্পায়ারিং করেছিলেন। কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে জয়ের হাসি হাসে শ্রীলঙ্কা (Sri Lanka)। ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি। যেখানেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ গজের লড়াই করতে গিয়ে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল ইন্ডিয়াকে।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কাছে হেরে গিয়েছিল। সেদিনের সেই ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে উঠলেও ফাইনাল ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে পরাজয় স্বীকার করতে হয় তাদের। আর সেই ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আর এই খেলার আম্পায়ারিং ও করেছিলেন রিচার্ড কেটলবরো।

ICC World Cup 2023

এখানেই শেষ নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। সেই ম্যাচেও ভারতকে অস্ট্রেলিয়া সামনে হার স্বীকার করতে হয়। ভারত ও নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়ও রিচার্ড কেটলবরো আম্পায়ার ছিলেন এবং সে সময়ও তিনি ভারতীয় দলের পরাজয়ের সাক্ষী ছিলেন। এইসব রেকর্ডগুলিই আজ ক্রিকেট ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অনুরাগীদের চিন্তার কারণ হয়ে উঠেছে।