খেলা

World Cup Trophy: বিশ্বকাপের ট্রফিতে কতটা সোনা ও কতটা রূপো থাকে জানেন? না জানলে জেনে নিন

এবারের বিশ্বকাপের ট্রফি কেমন হবে? জেনে নিন

Advertisement
Advertisement

আজ ৪ঠা অক্টোবর প্রস্তুতি তুঙ্গে। কাল থেকেই শুরু ওডিআই বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজক দেশ হলেন ভারত। আজ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ। প্রথম খেলাটি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। আগামী ১৯শে নভেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল। এরপরই জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। জানেন কী বিশ্বকাপের ট্রফিতে (World Cup Trophy) কতটা সোনা ও রূপো রয়েছে। জানা না থাকলে জেনে নিন।

আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরু হয় ১৯৭৫ সালে। ১৯৮৩ সাল পর্যন্ত তখন ৬০ ওভারে খেলা হতো। পরবর্তী বিশ্বকাপ থেকে ৫০ ওভারের খেলা শুরু হয়। ১৯৯২ সালে প্রথম সাদা বল ও রঙিন জার্সি পরে খেলা শুরু হয়। তবে যদি ট্রফির (World Cup Trophy) কথা বলি, তাহলে বিশ্বকাপে প্রথম থেকে নানা ডিজাইনের ট্রফি দেওয়া হতো। এখন কার যে ট্রফি দেওয়া হয়, তার সূত্রপাত হয় ১৯৯৯ সালে।

বিশ্বকাপ ২০২৩ এর ট্রফির ডিজাইন নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিল আইসিসি বোর্ড। এবারের বিশ্বকাপ ট্রফির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। ট্রপির (World Cup Trophy) উপরে রয়েছে একটি গ্লোব, যা একসঙ্গে বল ও পৃথিবীতে বোঝাবে। এই গোলাকার গ্লোব তৈরি করা হয়েছে সোনা ও রূপো দিয়ে। এবারে আইসিসির ভাবনা ছিল একই সঙ্গে ক্রিকেট ও বিশ্বভ্রাতৃত্বকে তুলে ধরা হবে ট্রফির মধ্যে দিয়ে।

এই বিশ্বকাপ ট্রফিটি ৬০ সেমি লম্বা। ১১ কেজি ওজনের মধ্যে শুধু ওই গ্লোবতার ওজন ৪ কেজি। ট্রফির (World Cup Trophy) গোল চাকটিতে তিনটি রূপোর তৈরি স্ট্যাম্প বেল লাগানো হয়েছে। নীচের দিকে রয়েছে আইসিসির লোগো। গ্লোবটিতে পৃথিবীর মানচিত্র দেওয়া হয়েছে, যেটি ডিজাইন করেছেন জিজাইনার ডেভিড। ভারতীয় মূল্যে এই ট্রফির দাম প্রায় ২৫ লক্ষ টাকা। এই জায়গায় জেনে রাখুন, অনেকেই মনে করেন ট্রফি পুরোটা সোনা বা রূপো দিয়ে বানানো। এমনটা আদতে নয়। আসলে চক চক করার জন্য এই ট্রফি সোনা ও রূপোর জলে ভেজানো হয়।

Related Articles