অফবিট

মেয়েটি ছোটবেলা থেকেই অন্ধ, জীবনে IAS হওয়ার স্বপ্ন! UPSC পরীক্ষায় ২৮৬ র‌্যাঙ্ক করে নজির গড়ল পূর্ণা

Advertisement
Advertisement

অনেকেই বলে ভগবান একদিক নিয়ে নিলে অন্যদিকে পুষিয়ে দেয়। আর সেই কথায় যেন এবার প্রমাণ পেল তামিলনাড়ুর ২৫ বছরের যুবতীর ইউপিএসসির ফল। চোখে দেখতে না পেয়েও ইউপিএসসিতে ২৮৬ তম স্থান অর্জন যুবতীর। ২৫- র ওই যুবতীর ফল যেন অনেকের কাছেই নজির গড়েছে।

অদম্য ইচ্ছা জেদ চেষ্টা থাকলে যেন সব বাধাকে অতিক্রম করা যায়। ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। ইচ্ছা থাকলে উপায় কি । বাঁধ সাধল দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি হারালেও কখনো হারেনি মনের জোর। আর সে কথা প্রমাণ করছে তামিলনাড়ুর পুরনা সুন্থেরির ইউপিএসসির ফল। এর আগে পুরনা তিনবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। চতুর্থ বারে তিনি সফল হলেন। পুরনার ফল দেখে বহু মানুষ তাকে শুভকামনা জানিয়েছে। অনেকের কাছেই সে হয়ে উঠেছে আইডল।

পুরনা তার মা-বাবার কথা উল্লেখ করে বলেন, ‘ওরা সাহায্য না করলে সফল হতাম না। চোখে দেখতে পাই না বলে বাবা-মা দিন-রাত বই পড়ে আমার জন্য অডিয়ো মেটেরিয়াল তৈরি করে দিত’। পুরনার ছেলেবেলার সপ্নটা সফল হয়ে গেল। পরবর্তী পরিস্থিতিতে তার ইচ্ছা কি সেই প্রশ্ন করতেই পুরনার চটজলদি উত্তর, ‘ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। তার জন্য চেষ্টার ত্রুটি করিনি। এখন শিক্ষা, স্বাস্থ্য ও মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রগুলিতে কাজ করতে চাই’।

অন্যদিকে পুরনার মনোবল ও ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়ে ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মহম্মদ কাইফ টুইট করে লেখেন,’তামিলনাড়ুর বাসিন্দা ২৫ বছরের পুরনা সুন্থেরি সব বাধা টপকে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। অডিয়ো মেটেরিয়ালই ছিল তাঁর ভরসা। বাবা-মায়ের সঙ্গে বন্ধুরাও তাঁকে প্রচুর সাহায্য করেছেন। স্বপ্নপূরণের লক্ষ্যে কখনই থেমে যাওয়া উচিত নয়’।

25yr old visually impaired Purana Sunthari from TN beat the odds and cracked the UPSC exam. Since audio study material was hard to find, her parents and friends helped her in reading & converting books to audio so she could become an IAS officer. Never stop chasing your dreams. pic.twitter.com/3icQ6nPJPo

— Mohammad Kaif (@MohammadKaif) August 12, 2020

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles