অফবিটনিউজ

Chanakya niti for Parents: এই ধরণের মা বাবা সন্তানদের ভালো কখনোই চায় না, বলছেন চাণক্য

চাণক্য নীতি অনুযায়ী ভাল বাবা মা হয়ে উঠতে এই অভ্যাসগুলি অবশ্য বর্জনীয়

Advertisement
Advertisement

আচার্য চাণক্য ছিলেন জীবন দর্শনের একজন পন্ডিত, যিনি জীবনের নানা দিক তুলে ধরেছেন একটি গ্রন্থে। তাঁর এই গ্রন্থের নাম নীতিশাস্ত্র। জীবনের সমস্ত মন্ত্র রয়েছে এই গ্রন্থে। অনেকেই এই মন্ত্র চাণক্য নীতি নামেও জানেন। এই নীতি সঠিক ভাবে মেনে চললে জীবনে সফলতা পাওয়া যায়। এই গ্রন্থে তিনি মা বাবাদের (Chanakya niti for Parents) কিছু খারাপ অভ্যাসের কথাও উল্লেখ করেছেন। এই ধরণের অভ্যাস যে অভিভাবকের মধ্যে থাকবে, তারা আদতে সন্তানের শত্রু। চলুন এই অভ্যাস গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

চাণক্যের নীতি শাস্ত্রে (Chanakya niti for Parents) উল্লেখ রয়েছে, যে সব অভিভাবকরা সন্তানদের পড়াশোনার প্রতি কোনরূপ আগ্রহ প্রকাশ করে না বা মনোযোগ দেন না, তারা সন্তানদের শত্রুর সমান। এই ধরণের মা বাবা সন্তানদের স্কুলে পাঠানোর প্রতি গুরুত্ব দেয় না। তবে প্রত্যেক সন্তানদের পড়াশোনার জন্য মা বাবার বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

ছোটবেলাতেই শিশুর মনে সঠিক বীজ বপন করা দরকার। কারণ শিশুদের মনে যে বীজ বপন করা হয়, সেটিই পরে অঙ্কুরিত হয়ে শিশুকে চালনা করে। ভালো বীজ বপন করলে, সন্তান ভালো পথ অনুসরণ করে। অন্যদিকে খারাপ বীজ বপন করলে সন্তান খারাপ পথে যায়। মনে রাখবেন, চাণক্য (Chanakya niti for Parents) বলছেন, ছেলে মেয়েদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক নয়, এতে সন্তান ভুল পথে যেতে পারে।

এ ছাড়াও চাণক্য নীতিতে (Chanakya niti for Parents) আরো উল্লেখ রয়েছে যে, শিশু যদি কোনো ভুল করে, তবে তাকে ঠিক ভাবে বোঝানো উচিত। শিশুকে ভালো ভাবে বোঝাতে হবে, যাতে সে এই ধরণের কাজ পরে না করে। একই সাথে মা বাবার দায়িত্ব প্রত্যেক সন্তানকে লালন পালন করা। কোনো মা বাবা যদি সন্তানদের লালন পালন করতে অস্বীকার করে, তবে সন্তানদের থেকে পড়ে কিছু আশা না করাই ভালো।

Related Articles