উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সর্তকতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে অস্বস্তি অন্যদিকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধবার কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া ভবন সূত্রে জানানো হয়েছে বুধবারদক্ষিণবঙ্গে বেশ কিছু চাইলে তাপপ্রবাহ বাড়তে চলেছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে প্রবাহের সর্তকতা। তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়বে আদ্রতা জনিত অসস্তি। উত্তরবঙ্গের কিছু জেলাতে বাড়বে গরম।
দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একইভাবে পশ্চিম মেদিনীপুর ঝারগ্রাম দুই বর্ধমান হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানান হাওয়া ভবন। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ারে।
রাজ্যে ঢুকবে দক্ষিণ পশ্চিম বাতাসের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, আর সেই কারণেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পূর্ব ভারতে। কিছুটা প্রভাব পড়বে উত্তরবঙ্গে।
হাওয়া ভবন সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রী স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন শহরে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণ ৪৩ শতাংশ।