দেশনিউজ

ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় মরিয়া পাকিস্তান, সীমান্তে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

ভারতীয় সেনাদের তরফ থেকে জানা গিয়েছে, সীমান্তের সুড়ঙ্গ খুঁড়ে ভারতে ঢুকে পড়ছে পাক জঙ্গি।

Advertisement
Advertisement

বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তানের জঙ্গিরা। তাই নানা দিক থেকেই ফন্দি আঁটছে তাঁরা। ভারতীয় সেনাদের তরফ থেকে জানা গিয়েছে, সীমান্তের সুড়ঙ্গ খুঁড়ে ভারতে ঢুকে পড়ছে পাক জঙ্গি। শুধু অনুপ্রবেশই নয়, এমনকি ড্রোনের মাধ্যমেও তাঁদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। যদিও ভারতীয় সেনরা এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। রবিবার এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজি দিলবাগ সিং।

রবিবার সাম্বায় দিলবাগ সিং বলেন যে আন্তর্জাতিক সীমানায় সুড়ঙ্গ খুঁড়ে ভারতে প্রবেশের ঘটনা নতুন নয়। পাকিস্তান এভাবেও জঙ্গিদের আগে ভারতে পাঠিয়েছে। তিনি আরও বলেন যে জঙ্গিদের সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য ওই টানেলটি পাকিস্তান সীমানা থেকে খোঁড়া হয়েছিল। সম্প্রতি এম-১৬ রাইফেল পর্যন্ত ড্রোনের মাধ্যমে ভারতের মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

 

তবে এরকম এলাকায় আরও কিছু ওই ধরনের টানেল রয়েছে কিনা তার খোঁজ করছে ভারতীয় সেনা। সম্প্রতি সাম্বার গালহার গ্রামে ১৭০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে সেনা। এর আগে গত ২৮ অগাস্ট ২০-২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল বিএসএফ।

Related Articles