নিউজরাজনীতিরাজ্য

খবর এতটাই তলে তলে, অধীর এখন পদ্মের দলে

Advertisement
Advertisement

মুর্শিদাবাদে তাঁর খাস গড়েই এবার অধীর চৌধুরীর নামে পোস্টার পড়লো। তলে তলে নাকি পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন তিনি, এমনটাই গুজব রটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। অধীর চৌধুরীর পোস্টারের নিচে লেখা, “খবর এটাই তলে তলে, অধীর এখন পদ্মের দলে।”

ঘটনায় বাম কংগ্রেস জুটি হতবাক। পারস্পরিক দোষারোপ চললেও ঘটনাটি কে বা কারা ঘটালো, তা এখনই স্পষ্টভাবে জানা যায়নি। যদিও সম্প্রতি দলবদলের পালা চলছে দ্রুতগতিতে। তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতৃত্বই পদ্ম শিবিরে যোগদান করেছেন।

শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব হাই প্রোফাইল নেতারাই দলত্যাগের আগে থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরাতে শুরু করেছেন, দলে থাকাকালীন সময়েই। কিন্তু অধীর চৌধুরীর ক্ষেত্রে সে সম্ভাবনাও যেহেতু তৈরি হয়নি, তাই চিন্তার ভাঁজ বাম কংগ্রেস নেতৃত্বদের কপালে।

পোস্টারগুলিতে কংগ্রেসের প্রতীক হাত চিহ্নের উপর বিজেপির প্রতীক পদ্ম চিহ্ন আঁকা রয়েছে, যা এটাই স্পষ্ট করছে যে বিজেপির সাথে তলে তলে যোগাযোগ রয়েছে অধীর চৌধুরীর। যদিও এ নিয়ে তিনি নিজে কোনো মন্তব্যই করেননি। কিন্তু যথেষ্ট চিন্তিত বাম কংগ্রেস জোট শিবির।

Related Articles