আন্তর্জাতিকনিউজ

এই প্রথম, আমেরিকার বুকে নতুন ইতিহাস গড়লো ভারতীয় বংশোদ্ভূত তরুণী!

Advertisement
Advertisement

জীবনে যদি লক্ষ্য স্থির থাকে কোনো কাজই অসম্ভব নয় এই কথাটি সকলেই ছোট থেকে বহুবার শুনে এসেছে। এর বহু উদাহরণও রয়েছে। মনের জোর থাকলে এবং লক্ষ্য স্থির রাখলে কতদূর এগোনো যায় তার জলজ্যান্ত উদাহরণ দিলেন ভারতীয় বংশোদ্ভূত শিখকন্যা আনমোল নারাঙ্গ। এই মহিলা গত শনিবার ওয়েস্ট পয়েন্টের ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হয়ে আমেরিকায় প্রথম শিখ মহিলা হিসেবে রেকর্ড গড়লেন।

একসময় আনমোল এর দাদু ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আর সেখান থেকেই সেনা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা শুরু আনমোলের। যখন তিনি হাইস্কুলে পড়ার সময়েই মিলিটারি সার্ভিসের প্রতি তার আগ্রহ জন্ম নেয়। অবশ্য তিনি ভারতে জন্মগ্রহণ করেননি, তার জন্ম হয়েছে জর্জিয়ার রসওয়েলে। এই শিখকন্যা ওয়েস্ট পয়েন্টে আবেদন জমা দেয় হাওয়াই দ্বীপুঞ্জের হনোলুলুতে অবস্থিত পার্ল হার্বার ন্যাশনাল মিউজিয়াম দেখে ফেরার পরই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্র্যাজুয়েশন সেরিমনিতে ভাষণ রাখবেন। এই শিখতরুনী জানিয়েছেন,“আমি ভীষণই আনন্দিত এবং গর্বিত। শেষপর্যন্ত আমি শৈশবের স্বপ্ন পূরণ করতে পেরেছি। জর্জিয়ায় আমার পরিবার এবং শিখ সম্প্রদায়ের মানুষজন যেভাবে পদে পদে আমার উপর ভরসা রেখেছিলেন এবং প্রতি মুহূর্তে তাঁরা আমার পাশে থেকেছেন, তার জন্যে সকলের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞ। এই সাফল্য অর্জন করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যশালী বলে মনে করছি ”

এছাড়া এই তরুণী আরও বলেন,“আমি প্রত্যেক শিখ আমেরিকানদের কাছে আমার একটা বার্তা পৌঁছে দিতে চাই ,যদি মনের জোর থাকে এবং লক্ষ্য স্থির রাখা যায় কোনও বাধায় তাকে আটকাতে পারবেনা। ছোট থেকেই আমার কেরিয়ার এবং আমার মাঝে একটুকুও দূরত্ব তৈরি হয়নি। তাই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।”শিখকন্যা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ‘বেসিক অফিসার লিডারশিপ’ কোর্স’ ওখলাহোমার লটনের ফোর্ট সিল থেকে শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles