লাইফস্টাইল

মাত্র ২০০/- লেদার জ্যাকেট, ১০০/- সোয়েটার, কলকাতার এই মার্কেটে জলের দরে মিলছে শীতের পোশাক

Advertisement
Advertisement

Winter Fashion: শপিং করা অনেকেরই শখ। কিছু মানুষ আবার শপিং করার মধ্যে দিয়ে ক্লান্তি কমান। শপিংয়ের উদ্দেশ্য ব্যক্তিবিশেষে ভিন্ন হলেও সিজনাল শপিং প্রায় সবাইকেই ভালো লাগে। বিশেষ করে শীতকাল এলে শীতের শুরুতে ট্রেন্ডিং শোয়েটার-টুপি কেনার জন্য মন খুঁতখুঁত করতে থাকে। যদিও শুধু শখ হলেই তো চলবে না, পকেটের দিকেও তাকাতে হয়। তবে চিন্তা করার কিছুই নেই। কারণ, বঙ্গে আছে ধর্মতলা,গড়িয়াহাট। কলকাতার এই এলাকায় গেলে সস্তায় আকর্ষনীয় অফারে দুর্দান্ত পোশাকের দেখা মেলে। যতই অনলাইন শপিং সাইট আসুক, ঘুরতে ঘুরতে শপিং কেনার মজাই আলাদা!

Winter Fashion

ধর্মতলায় শপিং (Winter Fashion Shopping in Dharmatala)

ধর্মতলার নাম কেনা চেনে। দরাদরি করে শপিং করতে জানলে এর জুড়ি মেলা ভার। ধর্মতলার ফুট মার্কেট শীতের ফ্যাশনের অন্যতম সেরা ঠিকানা। সাধ্যের মধ্যেই মেলে ট্রেন্ডিং শোয়েটার, টুপি, শাল, মাফলার প্রভৃতি। এছাড়াও রয়েছে ফ্যাশনাবল লেদার জ্যাকেট। মাত্র ৩০০-৩৫০ টাকায় ধর্মতলায় উপলব্ধ রয়েছে জ্যাকেট। আপনার যদি দরদাম করার ক্ষমতা থাকে তাহলে একটা স্টাইলিশ জ্যাকেট পেয়ে যেতে পারেন মাত্র ২০০ টাকাতেই। এছাড়াও এখানে মেলে ক্রপ শোয়েটশার্টও। মাত্র ৩০০ টাকা খরচ করলেই ব্যাগে চলে আসবে পছন্দসই রঙের ক্রপ শোয়েটশার্ট। পাতলা শোয়েটার কেনার থাকলে তো ১৫০ টাকা খরচ করলেই কাজ হয়ে যাবে।

Short Film
ঘর বন্ধ করে কুকর্ম শুরু করলেন বৌদি, ঘামিয়ে দেবে এই বাংলা শর্ট ফিল্ম

গড়িয়াহাটে শপিং (Shopping in Gariahat)

এখানেও সস্তায় নানান রকমের শীতের পোশাক মেলে। পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই স্টোল পাওয়া যাবে গড়িয়াহাটে। স্টাইলিশ জ্যাকেট মাত্র ৩৫০ টাকার বিনিময়ে পাওয়া সম্ভব এবং আকর্ষনীয় লুকের শোয়েটার পাওয়া যায় মাত্র ৪০০ টাকা খরচ করেই মিলবে।

 

Winter Fashion

উল্লিখিত দুই ডেস্টিনেশন ছাড়াও আছে গভর্নমেন্ট আর্ট কলেজ ও ইন্ডিয়ান মিউজিয়াম চত্বর। এক্ষেত্রে গভর্নমেন্ট আর্ট কলেজে যাওয়ার জন্য পার্কস্ট্রিট মেট্রো স্টেশন যেতে হবে। সেখানে গিয়ে উল্লিখিত কলেজ যাওয়ার রাস্তা ধরে এগোলেই শোয়েটশার্ট ও জ্যাকেট একাধিক দোকান পাওয়া যাবে। অপরদিকে ইন্ডিয়ান মিউজিয়াম যাওয়ার রাস্তা ধরে হাঁটলেই রাস্তার ধারে শোয়েটার ও জ্যাকেটের দোকান দেখতে পাওয়া যাবে। এই জায়গাগুলোতে ৩০০-৫০০ টাকায় শীতের পোশাক পাওয়া যায়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles