অর্থনীতি

LIC-তে আসছে বিরাট বদল! এবার বাড়ি বসেই করা যাবে এই কাজ, উপকৃত হবেন কোটি কোটি মানুষ

Advertisement
Advertisement

LIC Digital: প্রকাশ্যে এলআইসির (LIC)-র নয়া আপডেট। বীমা সংস্থার তরফে জানানো হয়েছে যে, আর পাঁচটা কোম্পানির মতো এবার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ডিজিটাল হওয়ার পথে হাঁটা দিয়েছে। এর জন্য আপাতত এই ইন্স্যুরেন্স জায়ান্ট সংস্থা ফিনটেক ইউনিট তৈরির প্রস্তুতি নিচ্ছে। এই খবর খোদ প্রকাশ্যে এনেছেন এলআইসি চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি। চলুন জেনে নেওয়া যাক, তিনি ঠিক কী বললেন?

LIC Digital

এলআইসি-র ডিজিটালাইজেশন সম্পর্কে সিদ্ধার্থ মোহান্তির মন্তব্য (Siddhartha Mohanti’s comment on LIC’s Digitalization)

সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন যে, এলআইসি-র ডিজিটালাইজেশনের জন্য একটি বিশেষ প্রজেক্ট চালু করা হয়েছে। এই প্রজেক্টের নাম হল ‘ডিজিটাল ইনোভেশন অ্যান্ড ভ্যালু এনহ্যান্সমেন্ট’ (Digital Innovation and value enhancement)। এককথায় এই প্রজেক্টটি ‘প্রজেক্ট ডাইভ’ (Project DIVE) নামেও পরিচিতি লাভ করেছে। প্রজেক্ট কেন্দ্রীক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই মর্মে এক কনসালটেন্টও নিযুক্ত হয়েছেন।

Short Film
ঘর বন্ধ করে কুকর্ম শুরু করলেন বৌদি, ঘামিয়ে দেবে এই বাংলা শর্ট ফিল্ম

ডিজিটাল ডাইভের উদ্দেশ্য (LIC Digital)

১. গ্রাহকরা খুব সহজেই ঋণ, সেটেলমেন্ট সহ একাধিক পরিষেবা এক ক্লিকে আঙুলের গোড়ায় পাবেন।
২. এলআইসি চেয়ারম্যানের কথায়, “পরিষেবা পাওয়ার জন্য আর গ্রাহকদের অফিসে আসা বাধ্যতামূলক থাকবে না। বাড়িতে বসেই মোবাইলে সহজে পরিষেবাগুলো উপভোগ করতে পারা যাবে। আপাতত পুরো ফোকাস ফিনটেকের উপরেই রয়েছে। এর হাত ধরে ব্যবসার বিস্তার ঘটানোর কাজ হবে”।

LIC Digital

আপাতত (LICI) এলআইসি-র নিজস্ব কোনো ফিনটেক নেই। সংস্থার প্রোডাক্টের প্রচারের জন্য এজেন্ট হিসাবে এখনও পর্যন্ত ৩টি ফিনটেক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে এই ইন্স্যুরেন্স জায়ান্ট। একইসঙ্গে এলআইসি নিজেদের ফিনটেক চালু করার বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে দাবি করা হয়েছে। তবে এই ব্যাপারে এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি। এই বিষয়ে আপাতত বিস্তারিত কোনো তথ্য শেয়ার করতে বিরত থেকেছেন এলআইসি চেয়ারম্যান।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles