সিঁথির ফাঁকে উঁকি দিচ্ছে একফালি লাল সিঁদুর, চুপিসারে বিয়ে করলেন বলিউড সুন্দরী ঊর্বশী রাউটেলা!

কপালে সিঁদুর গলায় মঙ্গলসূত্র হঠাৎ এই অবতারে কেন বলিউডের গ্ল্যাম ডিভা উর্বশী রাউটেলা, তাহলে কি নায়িকা চুপিসারে বিয়ে করলেন! তবে ঘটনাটা ঠিক তেমন নয়।
সম্প্রতি উর্বশী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে পরনের শাড়ি মাথায় এক ফালি সিঁদুর এবং গলায়ে মঙ্গলসূত্র পড়ে চিন্তায় মগ্ন উর্বশী, ক্যাপশনে লিখেছেন, ‘আমার একটি খারাপ স্বভাব আমি নিজের কথা সামনে রাখি, যা এখন অনেকেরই নেই।’
সম্প্রতি ইরাকের একটি প্রথম সারির ম্যাগাজিনে কভার গার্ল হলেন উর্বশী, ঊর্বশী প্রথম এমন এশিয়ান অভিনেত্রী যিনি ইরাকের ম্যাগাজিনের হয়ে ফটোশুট করলেন। কিছুদিন আগেই উর্বশী কে ফ্যাশন ডিজাইনার ফার্ন আমেটোর ‘Divine Indwelling’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবিতে মিশরের রানী ক্লিওপেট্রার ভূমিকায় দেখা যায়।
ধীরে ধীরে নিজের ক্যারিয়ারের সাফল্য পাচ্ছেন অভিনেত্রী তবে একসময় তিনি হতে চেয়ে ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ২০১২ সালে মাত্র ১৭ বছর বয়সে সৌন্দর্যের প্রতিযোগিতাতে প্রথম স্থান পাওয়ার পর অভিনয় জীবন শুরু করেন উর্বশী। অনিল শর্মা পরিচালিত সিং সাব দ্য গ্রেট ছবিতে অভিনয়ের মাধ্যমে ঊর্বশী সিনেমা জগতে পা রাখেন।