Advertisements

বলিউড ‘Super Hit’ গানে পটকার সঙ্গে দুর্দান্ত নাচ অভিনেত্রী তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

তৃণা সাহা অর্থাৎ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর গুনগুন সব সময়ই সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, মাঝে মধ্যেই নিজের নাচের ভিডিও, রিল ভিডিও আবার কখনো ছবি পোস্ট করতে থাকেন নিজের গণ মাধ্যমগুলিতে। খড়কুটোর গুনগুন যতটা চনমনে ব্যক্তিগত জীবনেও তৃণাও ততটাই চুলবুলী। আর সিরিয়ালের সেটেও বেশ খুনসুটি করেন তৃণা। কাজের ফাক পেলেই নাচে গানে মাতিয়ে রাখেন শুটিং সেট।

আর এখন তো গুনগুন ডবল খুশি কারণ একদিকে গুনগুনের ক্রেজি অর্থাৎ সৌজন্যের সাথে বেশ ভাব হয়ে গিয়েছে, অন্যদিকে গুনগুনের বৌদিভাই অর্থাৎ মিষ্টি হতে চলছে মা, আর সেই কারণেই দারুন খুশি সকলের প্রিয় গুনগুন, আর তাই পটকার সাথে মাতলো নাচের তালে, অবশ্য অন স্কিন নয় অফ স্কিনে, অর্থাৎ গুনগুন হয়ে নয় বরং তৃণা হয়েই নাচে মজলো অভিনেত্রী। আর এবার গুণগুণের সঙ্গে যোগ দিলো পটকা অর্থাৎ অম্বরীস।

সাদা টপ ও ট্রাকশ্যুট ছিল তৃনার পরনে মাথায় মাথায় টুপি, গলায় ঝোলানো ছিল বাঁশিও। একেবারে রেফারির রূপে সেজেছিল গুনগুন। আর ওদিকে পটকার পরণেও টি শার্ট, হাফপ্যান্ট ও চোখে সানগ্লাস। পোশাক দেখে অনুমান ধারাবাহিকে কোনো খেলার প্রতিযোগিতার দৃশ্য শ্যুট করতে গিয়েই এই রিলটি তৈরি করেছে তৃণা। ‘হায় হায় হায়রে লারকা’ ভিডিও রিলটি তৈরি করেছেন তৃণা। পটকা এবং গুনগুন দুজনেই জমিয়ে নেচেছেন গানের তালে। ভিডিও টি পোস্ট করার সাথে সাথেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

তৃণা মাঝে মধ্যেই নিজের শুটিং সেটের থেকে রিল ভিডিও তৈরি করে পোস্ট করেন ইনস্টাগ্রামে। কখনো রিল লাইফ ননদ দের সাথে বধূর বেশে টুম্পা সোনা নাচ নেচে ভাইরাল হন, আবার কখনো পুলিশের পোশাকে ভিডিও তৈরি করতে দেখা যায় তৃণা কে, এক কথায় তৃণা কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন নিজের সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের কোনো সময়ই নিরাশ করেন না অভিনেত্রী, তৃণার ইনস্টাগ্রামে ফলোয়ার এর সংখ্যাও দিন প্রতিদিন বেড়ে চলছে।

Related Articles