Advertisements

শুভশ্রীর স্বর্ণ মুকুটে নতুন পালক, মায়ের সাফল্যে বেজায় খুশি পুঁচকে ইউভান

Advertisements

টলিউডের মিষ্টি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর অভিনয় সকলেই বেশ পছন্দ করেন। শুভশ্রী টলিউডে ডেবিউ করেন পিতৃভূমি ছবি দিয়ে তবে সেই ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল নায়িকাকে। এরপর বাজিমাত সিনেমায় সোহমের বিপরীতে অভিনয় করেন নায়িকা তবে সাফল্য পাননি ছবিতে। 2009 সালে অভিনেতা দেবের বিপরীতে চ্যালেঞ্জ ছবিতে অভিনয় করার সুযোগ পান শুভশ্রী। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

দেবের সাথে জুটি বেঁধে একের পর এক হিট বাংলা সিনেমা উপহার দিতে থাকেন দর্শকদের। এরই মাঝে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন, সেই সময় দেবের সাথে শুভশ্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে 2018 সালে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী কে, তবে তাঁদের এক হওয়াটাও সহজ ছিলো না মোটেই, সম্পর্কের অনেক চড়াই-উতরাই কে সামনে রেখে একে অপরের হাত ধরে ছিলেন রাজ-শুভশ্রী।

এখন অবশ্য রাজ শুভশ্রীর সুখে সংসার করছেন, গত বছরই তাদের জীবনে এসেছে ইউভান। রাজ-শুভশ্রীর রাজপুত্র। তাকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে শুভশ্রীর। মাতৃত্বের স্বাদ কে পুরোপুরি উপভোগ করছেন নায়িকা, তাই ছেলের জন্মের পর কিছুদিন নিজেকে সরিয়ে রেখেছেন সিনেমা জগৎ থেকে। ইতিমধ্যেই সন্তান জন্ম দেওয়ার পর শুভশ্রীকে চেহারা পরিবর্তন নিয়ে বহু কটূক্তির মুখোমুখি হতে হয়েছিল। তবে সামনে এসে তার জোর গলায় জবাব দিয়েছেন রাজ ঘরনী। এখন অবশ্য নিজেকে আগের ফর্মে ফিরিয়ে আনতে ব্যস্ত তিনি, ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে আর তাই শুভ ল্যাম লাইটের দুনিয়ায় ফেরার প্রস্তুতি তে।

স্বামী রাজ এর পরিচালিত ছবি ‘পরিণীতা’তে শুভশ্রীকে শেষবারের মতন দেখা গিয়েছিল পর্দায়। আর এবার তিনি সেই চরিত্রের জন্যই পেলেন সেরা অভিনেত্রীর সম্মান। সম্প্রতি কলকাতার বুকে আয়োজিত হয়েছিল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর সেখানেই পপুলার এবং ক্রিটিক দুই বিভাগের সেরা অভিনেত্রীর দৌড়ে সামিল ছিলেন শুভশ্রী। পরিণীতা ছবিতে মেহুল এর চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন শুভ। আর সেই চরিত্রের অভিনয় দৌলতেই ব্ল্যাক লেডি বাড়িতে নিয়ে গেলেন শুভশ্রী।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে আপ্লুত শুভশ্রী আর তার থেকেও বেশি খুশি ইউভান, মায়ের সাফল্যে বেজায় খুশি ছোট্ট সিম্বা। মায়ের পাওয়া পুরস্কার হাতে নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন রাজশ্রী ছোট্ট রাজপুত্র।

ইউভানের এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন মাম্মা শুভশ্রী। ছবিটি মুহূর্তের মধ্যে হয়ে গিয়েছে ভাইরাল, নেট জগতের মানুষ থেকে শুরু করে তারকারা সকলেই শুভশ্রীকে জানিয়েছেন শুভেচ্ছা।

Related Articles