Advertisements

স্বামীর জন্য পথে নামলেন শুভশ্রী গাঙ্গুলি

Advertisements

সামনে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের দলে নাম লিখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর কেন্দ্রের হয় লড়ছেন রাজ। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন রাজ। স্ত্রী-পুত্র পরিবার ছেড়ে এক প্রকার নিজের বিধানসভা কেন্দ্র ব্যারাকপুরেই পরে রয়েছেন পরিচালক। আর এবার স্বামী রাজ চক্রবর্তীর হয়ে প্রথমবার রাজনৈতিক ময়দানে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

রাজ-শুভশ্রী টলিউডের অন্যতম হিট জুটি। সম্পর্কে বহু চড়াই-উৎরাইয়ের পর ২০১৮ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় টলিউডের এই লাভ বার্ড। তারপর থেকেই একে অপরের পরিপূরক হয়ে থেকেছেন প্রতি মুহূর্তে। শুভশ্রী প্রমাণ করেছেন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সুগৃহিনীও বটে। আর এবার তিনি স্বামীর জন্য দাঁড়ালেন ভোটের ময়দানেও।

বুধবার মনোনয়ন পেশের দিন টলিউডের টপ জুটি রাজ-শুভশ্রী নিজেদের বিশাল শোভাযাত্রা সাথে পথে নামেন। রাজশ্রী কে সামনে থেকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় ছিল দেখবার মতন।

এদিন সকালে খড়দহের শ্যামসুন্দর মন্দির পুজো দিয়ে শোভা যাত্রায় পা মেলান রাজশ্রী । ১২ নম্বর পেট্রোল পাম্প থেকে পদযাত্রা শুরু করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে যান রাজ, সঙ্গে ছিলেন সহধর্মিনী। রাজের পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি। শুভশ্রী পড়েছিলেন বাসন্তী রঙের শাড়ি। এদিন সর্বক্ষণ শুভশ্রীকে রাজের হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেল। পদযাত্রায় রাজ-শুভশ্রীর সাথে যোগ দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও।

সামনেই স্বামীর বড় লড়াই আর সেই কারণেই ছোট্ট ইউভানকে বাড়িতে রেখে স্বামীর সহযোদ্ধা হয়ে পাশে দাঁড়িয়ে স্ত্রীর কর্তব্য পালন করলেন টলিউডের মিষ্টি নায়িকা। প্রসঙ্গত ভোটযুদ্ধ শুরুর আগে স্বামী রাজের সাথে পুরীর জগন্নাথ মন্দিরেও পুজো দিতে গিয়েছিলেন শুভশ্রী।

Related Articles