শ্রীলেখার পরিবারে মৃত্যু সংবাদ, প্রিয়জনকে হারালেন জনপ্রিয় অভিনেত্রী

বর্তমানে টলিপাড়ার রায় সব তারকারাই নাম লিখিয়েছেন রাজনীতিতে কেউ গেরুয়া শিবির তোকেও ঘাসফুলে আর এরই মাঝে গুটিকয়েক তারকারা এখনো ভরসা রেখেছেন কাস্তে হাতুড়ির ওপর। তাদের মধ্যে একজন হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই মুহূর্তে শ্রীলেখা রয়েছেন প্রিয়জনকে হারানোর শোকের মাঝে। মারা গিয়েছে তার আদরের চারপেয়ে মেয়ে প্রোটিন।
এই পথ কুকুরের চিকিৎসার সমস্ত খরচ নিয়েছিলেন শ্রীলেখা। কিছুদিন আগে লাইভে এসে শ্রীলেখা জানান কেউ বা কারা বীজ দিয়ে প্রোটিন কে মারার চেষ্টা করেছে তবে পরে জানা যায় ডিসটেম্পার রোগের আক্রান্ত হয়েছে প্রোটিন। প্রোটিনের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা শ্রীলেখা করে দিলেও শেষ রক্ষা হল না।
পার্টির প্রচার এদিন বেরিয়েছিলেন অভিনেত্রী। যাওয়ার আগে এক বন্ধুর কাছে রেখে গিয়েছিলেন প্রোটিন কে ।আর সেখানে গিয়েই শুনতে পান আর নেই প্রোটিন। ভারাক্রান্ত মন নিয়ে হাসিমুখে মঙ্গলবার হলদিয়ার কোলাঘাটে পার্টির প্রচার সারলেন অভিনেত্রী ।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে নিজের অনুরাগীদের কে প্রোটিনের চলে যাবার খবর জানান শ্রীলেখা।
প্রোটিন কে নিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী তিনি লিখেন, ‘আমার মেয়েকে হারালাম। কিছু ভালো লাগছে না’। তিনি আরো লেখেন, প্রচারে বার হওয়ার পর খবর পেলাম প্রোটিনের ছোট্ট হার্ট বিট স্তব্ধ হয়ে গেছে। তোমার সবাই আমার পাশে ছিলেন জানি, এতো মিষ্টি মেয়ে ছিল আমার প্রোটিন যে না দেখেছে সে জানবে না। বিল্ডিংয়ের বাইরেই থাকত, আমার গাড়ি দেখলে ছুটে চলে আসতো। আমার প্রোটিন বলে ডাকার সঙ্গে সঙ্গে কোমরে লেজ নাড়িয়ে আমাকে ওয়েলকাম করতো। ৩ বছরের বাচ্চাটা আমায় কাঁদিয়ে চলে গেল। বুকে পাথর রেখে কান্না সামলে আমার প্রচার কর্তব্য পালন করি’।