Advertisements

গা থেকে খুলে পড়ছে পোশাক, স্তনযুগল সামলে পুরুষ ভক্তদের মনে শিহরণ জাগালো রিয়া সেন, রইল সমস্ত ছবি

Advertisements

বাংলা চলচ্চিত্র দুনিয়ার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন নিজের হটনেসের দ্বারা বারবার উঠে আসেন চর্চায়। অভিনয় জগতে রিয়া খুব একটা সাফল্য না পেলেও নিজের শরীরী আবেদনের মায়াজালে অনুরাগীদের আটকে রাখতে পটু রিয়া। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে সামনে এসে অভিনেত্রী রাতের ঘুম উড়িয়ে দেন নেটিজেনদের।

বাংলা চলচ্চিত্রের দুনিয়া থেকে বেরিয়ে রিয়া অনেকদিন আগেই পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে, বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেই হারে সফলতা পাননি নায়িকা। তবে স্টাইল স্টেটমেন্ট এবং বোল্ডনেস দ্বারা অন্তর্জালের পারদ চড়াতে দক্ষ অভিনেত্রী।

রিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় তার বোল্ড লুকের বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন, আর এইসব ছবির উত্তাপে মুহূর্তের মধ্যেই নেটজগতের উষ্ণতার পারদ বেড়ে যায়। বয়স চল্লিশের কোঠায়, তবে রিয়ার স্লিম টোনড সেক্সি ফিগার দেখে তা বোঝা অসম্ভব। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ওয়ালে অভিনেত্রী মাঝেমধ্যেই সাহসী পোশাকে ধরা দেন। যা দেখে রীতিমত ঘাম ছুটে যায় তার অনুরাগীদের।

সম্প্রতি তেমনই কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী, কাধ দিয়ে খুলে পড়ছে পোশাক, নগ্ন শরীরে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, চূড়ান্ত হটনেসে রিয়া উন্মাদ করেছেন নেটিজেনদের।

রিয়ার প্রতিটি ছবিই ঝড় তুলতে পারে গণমাধ্যমে। কালো ট্রান্সপারেন্ট পোশাকে মোহময়ী রিয়া কে দেখে ভিমড়ি খেতে পারেন যেকোনো পুরুষ। কয়েক মুহুর্তের মধ্যেই রিয়ার ছবিগুলি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। একের পর এক আবেদনময় ছবিতে নিজের হটনেস দিয়ে সোশ্যাল মিডিয়ায় সুনামি নিয়ে এসেছেন অভিনেত্রী।

Related Articles