Advertisements

‘কন্ডোম টেস্টার’-এর ভূমিকায় রাকুল প্রীত সিং, এক প্রস্তাবেই রাজি হয়ে গেলেন সুন্দরী অভিনেত্রী!

Advertisements

আবারও এক অন্যধারার গল্প উঠে আসতে চলেছে বলিউডের ছবির মাধ্যমে। বর্তমানে বলিউড ছবির গল্পে উঠে আসছে সমাজ সচেতনের বিভিন্ন মেসেজ। এখনো আমাদের সমাজে এমন অনেক বিষয় রয়েছে যেগুলি নিয়ে আমাদের দেশে সরাসরি কথা বলা মানে তীব্র লজ্জার বিষয়। আর সেই সমস্ত ইস্যু গুলিকে বলিউড ব্যবহার করে একের পর এক সিনেমা তৈরী করে ফেলছে। তা সে ভিকি ডোনার হোক কিংবা ড্রিম গার্ল, বলিউডে একের পর এক তৈরি হচ্ছে এই ধারার সিনেমা। আর এবার তেমনই এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন রনি স্ক্রুওয়ালার, ছবির মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের।

ছবির গল্পে উঠে আসবে কন্ডোম টেস্টারের বিষয়। কন্ডোম টেস্টার, কথাটা অনেকের কাছেই হয়তো নতুন। কি এই কন্ডোম টেস্টার? আসলে এটি একটি পেশা, তবে আমাদের দেশে এখনো নানান ট্যাবুর কারণে এই বিষয় গুলি অলক্ষ্যেই রয়ে গেছে সকলের কাছে। তবে কনডম টেস্টার হল একটি ফুল টাইমের জব।

মূলত এই কাজে নামী কনডম তৈরীর কারখানা গুলো কয়েকজন প্রাপ্তবয়স্ক সাথে চুক্তি করেন, কারখানা থেকে নতুন কোনো কনডম তৈরি হয়ে এলেই সেগুলিকে দেওয়া হয় সেইসব প্রাপ্তবয়স্কদের, এরপর তারা সঙ্গম করে কনডমের গুণগতমানের রিপোর্ট দেন কোম্পানিকে। পেশাদার এইসব কনডম টেস্টারদের বিশেষ ভূমিকা থাকে এই ক্ষেত্রে, তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই নতুন কনডম বাজারে নিয়ে আসেন কোম্পানি গুলি, আর তেমনই এক কনডম টেস্টারকে নিয়েই এই ছবির গল্প।

ইতিমধ্যে ছবির গল্প শুনে তাতে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত। মূলত কমেডি জোনের হবে এই ছবি। হাস্যরসের মধ্যে দিয়েই ছবির গল্প সমাজ সচেতনের বার্তা দেবে। জানা গেছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই শুরু হবে ছবির শুটিং, তবে ছবির নাম এখনো ঠিক করা হয়নি।

Related Articles