গর্ভাবস্থায় করেছিলেন গোপাল পুজো, কৃষ্ণের ছোঁয়ায় ছেলের নাম রাখলেন মধুবনী

ওম তোড়ার গল্প থেকে মধুবনী আর রাজার এক হওয়ার গল্প। অনস্ক্রিন কেমিস্ট্রি শেষ হয়ে গেলেও দুরন্ত গতিতে চলছে তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি। বর্তমানে যেখানে সকলের জীবনে বিচ্ছেদ এর গল্প বেশি সেখানে এই জুটি সম্পর্কের এগারোটা বছর পার করে ফেলেছেন। তবে ভালোবাসা? আজও সেই একইরকম। আশা করি বুঝতে পেরেই গেছে সকলের প্রিয় সিরিয়াল ভালোবাসা ডট কম এর সেই প্রিয় জুটির কথায় বলা হচ্ছে।
অনস্ক্রিন কেমিস্ট্রি শেষ হয়ে গেলেও তাদের মধ্যে শুরু হয়েছিল অফস্ক্রিন কেমিস্ট্রি। ভালোবাসা ডট কম সেটে আলাপ তাদের এরপর প্রেম গড়িয়ে সংসার। দেখতে দেখতে একসঙ্গে চারবছর পার করে ফেলেছেন তারা।
গত বছরের নভেম্বর মাসেই তাদের সংসারে নতুন অথিতি আসার আগাম সুখবর জানিয়েছিলেন তারা। আর এবার সেই অধ্যায়েরই সূচনা হলো তাদের জীবনে। শনিবার সকালেই মা হয়েছেন মধুবনী। মধুবনী আর রাজার জীবনে নতুন সদস্যর আগমন হয়েছে।
একবারে হাসপাতাল থেকেই সরাসরি ছেলে ও মধুবনীর সাথে ছবি পোস্ট করেন রাজা। আর তারসাথেই ক্যাপশনে আবেগঘন পোস্টের মাধ্যমে সকালে নিজের বাবা হওয়ার অনুভূতি ভাগ করে নেন সকলের সাথে। তারপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছে কমেন্টবক্স। এই খুশির খবরে আনন্দিত হয়েছেন নেটিজেনরাও।
ছেলের নাম কি রাখলেন সেই নিয়েও শুরু হয়ে গেছে কৌতূহল। তবে ভক্তদের সেই কৌতূহল মিটিয়ে ছেলের যে নামকরন করা হয়েছে তা জানিয়েছেন মধুবনী ও রাজা। ভগবান শ্রীকৃষ্ণের নামের অনুসরনেই নিজের পুত্রসন্তানের নাম ঠিক করেছেন তারা। নাম দিয়েছেন কেশব। আপাতত নতুন সদস্যকে নিয়েই মেতেছেন এই কাপল জুটি।