বিনোদন

মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, মুসলিম হলেও আমি গীতা ও বাইবেল পড়েছি: নুসরত জাহান

হিন্দুঘরে বিয়ে হবার পর নুসরতকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক ট্রোল দেখা গেছে।

Advertisement
Advertisement

মানবতাই যে সংসারের মূল ধর্ম তা বারবার নিজের কাজের মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী ওরফে তৃণমূল সাংসদ নুসরত জাহান। তার কথায়, ‘ঈশ্বর একমেবাদ্বিতীয়ম।’নুসরত একজন মুসলিম সম্প্রদায়ের মেয়ে হলেও তার কাছে সব ধর্ম সমান। তিনি বিশ্বাস করেন সব ধর্মকে। তাই তাকে যেমন ঈদে নামাজ পড়তেও দেখা যায় তেমনি দুর্গাপুজোর অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতেও দেখা যায়।

আবার ক্রিসমাসের দিন দুস্থদের খাবার বিলি করতেও দেখা যায় নুসরতকে। গতকাল মঙ্গলবার জন্মাষ্টমীতে শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পালন করার পাশাপাশি স্বামী নিখিল জৈনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন। এবার বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে জাত, পাত ভুলে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিলেন সাংসদ নুসরত জাহান। বসিরহাটের কচুয়ার বাবা লোকনাথ শান্তিধামের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

এই ছবিতে লোকনাথ বাবার আরাধনায় মেতে উঠতে দেখা গেছে নুসরতকে। নুসরত এই প্রসঙ্গে একটি মন্তব্য করেছে। তার মন্তব্য,‘ ঈশ্বর হল এক ও অদ্বিতীয়। আমি নুসরত জাহান। আমি মুসলিম পরিবারের মেয়ে। আমি ধর্মের ভেদাভেদ মানি না। আমি যেমন কোরান পড়েছি। তেমন গীতা ও বাইবেলও পড়েছি। সেখানে কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলা হয়নি।’ এই ক্যাপশনের সাথে হ্যাশট্যাগ দিয়ে নুসরত লিখেছেন #SecularIndia, #HumaneIndia।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNusratJahanTMCBasirhat%2Fposts%2F647521905864162&width=500″ width=”500″ height=”477″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allow=”encrypted-media”></iframe>

হিন্দুঘরে বিয়ে হবার পর নুসরতকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক ট্রোল দেখা গেছে। শাঁখা-পলা, সিঁদুর পরে স্বামী নিখিল জৈনের সাথে দুর্গাপুজো, রথযাত্রাতে বিভিন্ন জায়গায় উপস্থিতি নিয়েও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। এমনকি মৌলবীরাও নুসরতের উদ্দেশ্যে অনেক কটু কথা বলেছে। কিন্তু কোনো কিছুকেই নুসরত গায়ে মাখেননি। তাই তিনি রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে নুসরত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, মন্দির এবং মসজিদ দুটোই তার কাছে এক। আল্লা এবং ঈশ্বর অভিন্ন তার কাছে।

Related Articles