রাণীমার স্বর্ণ মুকুটে নতুন পালক, সোনার সংসারে সেরা অভিনেত্রীর তকমা পেলেন দিতিপ্রিয়া

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি প্রথম থেকেই রয়েছে টিআরপির শীর্ষে ।সন্ধ্যে 6:30 মানেই প্রায় প্রত্যেকটি বাড়িতেই চলে জি বাংলার অন্যতম ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। চার বছর হল এই ধারাবাহিক একই রকম ভাবে চলছে, তবে মানুষ এখনও তা একই ভাবে পছন্দ করছেন প্রথম দিনের মতন। আর তার অন্যতম কারণ হলো রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া এর অভিনয়।
দিতিপ্রিয়া যখন এই ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেছিল তখন স্কুলের গন্ডি পেরোননি। দিতিপ্রিয়া অভিনয়ের দ্বারা ফুটিয়ে তুলেছিলেন ছোট্ট এক 10 বছরের মেয়ে কে, যে বিয়ে করে আসে হালিশহরের জমিদারবাড়ির পুত্রবধূ হিসেবে। আর তারপর থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। কখনো স্ত্রী, কখনো মা, কখনো ঠাকুমা আর এখন বর্তমানে তিনি সকলের প্রিয় রানীমা। ধারাবাহিকে এতগুলি চরিত্রের শেড কে নিজের অভিনয়ের মাধ্যমেই সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া।
ছোট্ট বয়সে এমন পরিপক্কতার সাথে অভিনয় করার জন্য সকলের কাছেই প্রশংসিত দিতি। ইতিমধ্যেই নিজের অভিনয়ের জন্য নানান জায়গা থেকে পুরস্কার কুড়িয়েছেন নিজের ঝুলিতে। বছরের শুরুতেই রাজ্যপালের হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দিতিপ্রিয়া। আর এবার জি বাংলা সোনার সংসার এর সেরা অভিনেত্রীর শিরোপা উঠলো দিতিপ্রিয়ার মাথায়। আর সেই পুরস্কার পেয়ে আপ্লুত দিতিপ্রিয়া। পুরস্কার এর সাথে ছবি তুলে পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। ধন্যবাদ জানালেন নিজের অনুরাগীদের। দিতিপ্রিয়ার অনুরাগীরা তাকে মন খুলে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।
আপাতত স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গন্ডিতে গিয়েছেন দিতিপ্রিয়া ওরফে সকলের প্রিয় রানীমা। পড়াশোনা এবং অভিনয় নিয়ে চরম ব্যস্ত তিনি। শুধু ছোটপর্দাতেই নয় বড়পর্দাতেও ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতা দেখাতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে উত্তম কুমারের বায়োপিকে সাবিত্রী চট্টোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া কে।