দেশ

সবাই পাবেন ৫০০০ টাকা, আবেদন করুন সরকারের এই স্কিমে

Advertisement
Advertisement

Atal Pension Yojana: দেশবাসীদের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার (Union Government)। ভারতের বাসিন্দারা নিজেদের প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী আবেদন করে সেই প্রকল্প উপভোগ করার সুযোগ পান। আজকের প্রতিবেদনে আলোচনা হচ্ছে অটল পেনশন যোজনাকে (Atal Pension Yojana) নিয়ে। এই যোজনা কোথায় পাওয়া যাবে? কীভাবে আবেদন করতে হবে? আবেদনের যোগ্যতা কী? সবকিছুই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Atal Pension Yojana

কোথায় মিলবে অটল পেনশন যোজনা?

২০১৫ সালে শুরু হওয়া এই যোজনায় আবেদন অনলাইন ও অফলাইনে খুব সহজেই করা যায়। অফলাইনে আবেদন করতে চাইলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে।

অটল পেনশন যোজনার আবেদনের প্রক্রিয়া (How to apply for Atal Pension Yojana?)

১. ব্যাঙ্কে বা অনলাইনে উভয়ক্ষেত্রেই আবেদন জানানোর পথ খোলা থাকলেও বর্তমানে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া বন্ধ আছে।
২. অফলাইনে করার জন্য ফর্মের প্রিন্ট বের করে পূরণ করে তা ব্যাঙ্কে জমা করতে হবে। আধার কার্ডের জেরক্স জমা করতে ভুললে চলবে না।

Viral Video
‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’, বাড়ির ছাদে দুর্দান্ত নাচ খুদের

অটল পেনশন যোজনার সুবিধা

১. বিনিয়োগকারীর বয়স ৬০ বছর পার করলেই প্রত্যেক মাসে ১০০০ টাকা থেকে ৬০০০ টাকা পাওয়া যাবে।
২. বিনিয়োগের সময় বয়স ও বিনিয়োগের পরিমাণের উপরে রিটার্নের পরিমাণ নির্ভর করে।
৩. মেয়াদ পূর্তির আগে বিনিয়োগকারী স্বামী মারা গেলে স্ত্রী সেই টাকা পাবেন।
৪. স্বামী ও স্ত্রী উভয়েই মারা গেলে সেই টাকা নমিনি পাবেন।
৫. বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে।

Atal Pension Yojana

অটল পেনশন যোজনায় আবেদনের যোগ্যতা (Eligibility to apply for Atal Pension Yojana)

১. বিনিয়োগকারীকে ভারতীয় হতে হবে।
২. বিনিয়োগকারীর বয়স ১৮-৪০ বছর বয়সসীমার মধ্যে থাকতে হবে।
৩. স্কিমের মেয়াদ কমপক্ষে ২০ বছর হতে হবে।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।
৫. বিনিয়োগকারীর বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles