চাকরির সংবাদ

WB Govt Job Recruitment 2024: এইট বা মাধ্যমিক পাশে মোটা মাইনের চাকরির সুযোগ, শুরু হয়ে গেল আবেদন

Advertisement
Advertisement

WB Govt Job Recruitment 2024: দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন? রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণেই কী এমন হাল? চিন্তা নেই, এবার কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই মিলবে সরকারি চাকরি (WB Govt Job Recruitment 2024)। প্রত্যেক মাসে বেতন বাবদ মিলবে নূন্যতম ১৭ হাজার টাকা। কারা করতে পারবেন আবেদন? কীভাবেই বা করবেন আবেদন? দেখে নেওয়া যাক খুঁটিনাটি।

Recruitment Agency- জেলা ও দায়রা আদালত

Name Of The Post (পদের নাম)- একটি নয়, একগুচ্ছ পদে হবে নিয়োগ।

১) ইংলিশ স্টেনোগ্রাফার
২) লোয়ার ডিভিশন ক্লার্ক
৩) প্রসেস সার্ভার সমন বেলিভ
৪) অফিস পিয়ন/নাইট গার্ড
৫) জমাদার

Total Vacancies (মোট শূন্যপদ)- এই পদে চাকরির জন্য মোট ৩৭ জনকে করা হবে নিয়োগ।

Age Limit (বয়সসীমা)- উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন। যদিও সংরক্ষিত প্রার্থীদের জন্য জন্য বয়সে রয়েছে বিশেষ ছাড়।

Salary- পদ অনুযায়ী নিযুক্তদের বেতন হবে ১৭,০০০ – ৪৩,৬০০ টাকা থেকে শুরু করে ৩২,১০০ – ৮২,৯০০ টাকা।

Who can Apply- এই পদে আবেদনের জন্য নূন্যতম অষ্টম বা দশম শ্রেণী হতে হবে উত্তীর্ণ।

এছাড়াও বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা এবং দক্ষতার পৃথক মাপকাঠি রয়েছে।

Application Fee- এই পদে আবেদন করার জন্য ঠিক কত টাকা খরচ করতে হবে চাকরিপ্রার্থীদের সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

Application Date- ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

Last Date Of Application- ১৭ মে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

How To Apply- বাড়িতে বসেই মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহার করে সরাসরি চলে যেতে হবে ওয়েবসাইটে। সেখানেই মিলে যাবে খুঁটিনাটি যাবতীয় তথ্য। এরপর লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা বা কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

একেবারে শেষে না জানালেই নয়, এই নিয়োগ হতে চলেছে কালিম্পং জেলা এবং দায়রা আদালতের কার্যালয়।

Related Articles