চাকরির সংবাদনিউজ

UIDAI Recruitment 2024: আধার দফতরে কর্মী নিয়োগ, বেতন ৪০,০০০ টাকা, কিভাবে আবেদন করবেন?

Advertisement
Advertisement

UIDAI Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। এবার আর রাজ্য কিংবা দেশ ছেড়ে যেতে হবে না বাইরে। পশ্চিমবঙ্গেই মিলবে চাকরি। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে আধার দফতর (UIDAI Recruitment)। রাজ্যের প্রায় সব কটি জেলা থেকেই করা যাবে আবেদন। এই প্রতিবেদনে রইল খুঁটিনাটি সব তথ্য।

Recruitment Agency (নিয়োগ সংস্থা)-

Unique Identification Authority Of India

Name Of The Post (পদের নাম)-

সম্প্রতি অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আধার দফতর।

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদে নিয়োগ করা হবে 1 জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

এই পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Age Limit (বয়সসীমা)-

সর্বোচ্চ 63 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা।

Salary (বেতন)-

মাসিক বেতন হবে 40,000 টাকা।

Application Fee (আবেদন ফি)-

এই সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলে যাবে সংস্থার ওয়েবসাইটে।

Last Date Of Application (আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ)-

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলতি মাসের 22 তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে UIDAI। আগামী 22 মে পর্যন্ত করা যাবে আবেদন।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

এই পদে আবেদন করার জন্য অবশ্যই বেশ কিছু নথিপত্র থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে।

আধার কার্ড

প্যান কার্ড

ভোটার কার্ড

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

পাসপোর্ট সাইজের ছবি

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

অনলাইন নয় বরং অফলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন।

সংস্কার তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেই রয়েছে আবেদন ফর্ম।

সেটি প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের।

এরপর সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি করে ফর্মের সঙ্গে মুখবন্ধ খামে ভরে সেটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

Address (আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা)-

Unique Identification Authority of India (UIDAI), 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State.

একেবারে শেষে না বললেই নয়, এই পদে কিন্তু যে কেউ চাইলেই করতে পারবেন না আবেদন। বরং আবেদন করতে পারবেন কেবলমাত্র সরকারি রিটায়ার্ড কর্মীরাই।

Related Articles