অর্থনীতি

Money Making Tips: আপনার টাকা ডবল করে দেবে সরকার, বিনিয়োগ করুন এই ৩ সরকারী প্রকল্পে, লাভবান হবেন

Advertisement
Advertisement

Investment Scheme: নিজের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে হয় তাহলে এখন থেকেই অর্থ করতে হবে সঞ্চয়। বর্তমানে একগুচ্ছ বিনিয়োগের মাধ্যম খুলে গিয়েছে। তবে কোথায় টাকা রাখলে কষ্ট করে উপার্জন করা টাকা থাকবে সুরক্ষিত সেটাই বুঝতে পারেন না অনেকে। আসলে কেবলমাত্র টাকা সঞ্চয় করলেই তো আর হবে না সেইসঙ্গে ফান্ড বৃদ্ধি করাটাও জরুরী। এক্ষেত্রে বিনিয়োগের সবথেকে ভালো অপশন হল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Investment Scheme)। সরকারি এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আজকের প্রতিবেদনে তেমনই তিনটি প্রকল্পের হদিশ দেওয়া হল।

কিষান বিকাশ পত্র-

বর্তমানে প্রায় 7.5 শতাংশ হারে সুদ মিলছে সরকারি এই প্রকল্পে। এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে মাত্র কয়েক বছরের মধ্যেই জমা করা টাকা হয়ে যাবে দ্বিগুণ। কিষান বিকাশ পত্রের আরও একটি সুবিধা হল মাত্র 1000 টাকা থেকে করা যাবে বিনিয়োগ। সর্বাধিক বিনিয়োগ করা যাবে লক্ষাধিক টাকা। এটি একটি একক বিনিয়োগ প্রকল্প। অর্থাৎ আপনি এই বিনিয়োগ প্রকল্পে একবারে বিনিয়োগ করতে পারেন। বারবার কিস্তিতে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

কীভাবে দ্বিগুণ হবে টাকা-

যে পরিমাণ টাকা জমা করা হচ্ছে সেই টাকা 115 মাস পরেই হয়ে যাবে দ্বিগুণ। অর্থাৎ জমা করার টাকা 9 বছর 7 মাসে দ্বিগুণ হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো বিনিয়োগকারী যদি 5 লাখ টাকা বিনিয়োগ করেন এই প্রকল্পে তাহলে নির্ধারিত সময় পর তিনি ফেরত পাবেন 10 লাখ টাকা।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড-

চাকুরী করেন যারা তাদের জন্য রয়েছে EPF। তবে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা যে সমস্ত মানুষের EPF নেই তাদের কথা চিন্তা করে একটা সময় পথ চলা শুরু করেছিল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। বর্তমানে অবশ্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন সকলেই। কেন্দ্র সরকারের এই প্রকল্পে সুদের হার 7.1 শতাংশ। প্রত্যেক মাসে মাত্র 1000 টাকা থেকে করা যাবে বিনিয়োগ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে কর ছাড়।

কীভাবে দ্বিগুণ হবে টাকা-

এই প্রকল্পের টাকা জমা দেওয়ার পর সেটি দ্বিগুণ হওয়ার জন্য 10 বছর পর্যন্ত করতে হবে না অপেক্ষা। তার আগেই হয়ে যাবে স্বপ্ন পূরণ।

সুকন্যা সমৃদ্ধি যোজনা-

কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোনো সরকারি ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে সহজেই খুলে নেওয়া যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট। এই প্রকল্পে সর্বনিম্ন বিনিয়োগ 250 টাকা থেকে সর্বোচ্চ 1,50,000 টাকা। কন্যা সন্তানের বয়স 18 বছর হওয়ার পরে মিলবে টাকা। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 80C ধারা অনুযায়ী মিলবে কর ছাড়।

Related Articles