অফবিটভাইরাল ভিডিও

নিষ্পাপ হাতির মৃত্যুতে অঝোরে কাঁদছেন এই জ‌ওয়ান, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বর্তমানে ব্যাপক ভাবে একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মৃত হাতির শুঁড় ধরে কাঁদছেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন ফরেস্ট রেঞ্জার্সের জওয়ান। চিকিৎসা চলাকালীন হাতিটি মারা গিয়েছে।

জানা গিয়েছে, এই ভিডিওটি মুদুমালাই টাইগার রিজার্ভ তোলা হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক রমেশ পাণ্ডে ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। একটি মৃত হাতিকে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে। অনেকদিন ধরেই ওই হাতিটির চিকিৎসা চলছিল, ফরেস্ট রেঞ্জারও ছিলেন চিকিৎসকদের দলে।

উল্লেখ্য, কিছু সময় আগে একটি দুর্ঘটনার কবলে পড়ে হাতিটি আহত হয়েছিল। এরপর থেকেই হাতিটির চিকিৎসা আর শুশ্রুষা শুরু করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শত চেষ্টার পরেও হাতিটি মারা যায়।

ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফরেস্ট রেঞ্জারটি হাতির শুঁড় ধরে আদর করছেন এবং কাঁদছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক রমেশ পাণ্ডে ট্যুইটারে শেয়ার করে লেখেন, “তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভে সাদিয়াওয়াল এলিফ্যান্ট ক্যাম্পের এই ভিডিওটি সবাইকে হতবাক করে দিয়েছে। হাতির প্রতি ফরেস্ট রেঞ্জারের এই ভালোবাসা অতুলনীয়।”

Related Articles