নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Lionel Messi: PSG নিয়ে হতাশা প্রকাশ মেসির, শীর্ষে থেকেও মেলেনি স্বীকৃতি

গত বছরের ডিসেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। এই বিশ্বকাপে ২৮ বছর পর বিজয়ী হয় আর্জেন্টিনা। আর এই জয়ের নায়ক হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি যেতে। তবে তাঁকে ফরাসি ক্লাব পিএসজি থেকে কোনো স্বীকৃতি

Published By: Web Desk | Updated:

গত বছরের ডিসেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। এই বিশ্বকাপে ২৮ বছর পর বিজয়ী হয় আর্জেন্টিনা। আর এই জয়ের নায়ক হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি যেতে। তবে তাঁকে ফরাসি ক্লাব পিএসজি থেকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন স্বয়ং মেসি (Lionel Messi)।

আপনার জন্য নির্বাচিত

গত বৃহস্পতিবার ফুটবল অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) একটি সাক্ষাৎকারে পিএসজি নিয়ে হতাশার কথা জানিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি শীর্ষে থাকলেও, ফরাসি ক্লাব পিএসজি থেকে তিনি কোনো রূপ স্বীকৃতি পাননি। এ দিন তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এই ক্লাবের পক্ষ থেকে কোনো স্বীকৃতি পাননি। যদিও বিষয়টা খুবই সহজ। কারণ তাঁর কারণেই ফ্রান্সের হাত থেকে বিশ্বকাপ হাত ছাড়া হয়েছে।

এরপরই মেসিকে (Lionel Messi) প্রশ্ন করা হয়, তবে কি তিনি পিএসজি ক্লাব ছেড়ে দেবেন। এর উত্তরে তিনি বলেন, তিনি যেটা আশা করেছিলেন, সেটা হয়নি। তিনি এটাও বলেছেন যে, যা ঘটে তার জন্য কোনো কারণ থাকে। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন, এই কারণেই তিনি সেখানে ভালো থাকবেন না। তবে এখনই তিনি পিএসজি ছাড়ছেন কি না তা স্পষ্ট নয়। যদিও চলতি বছরেই শোনা গিয়েছিল তিনি এই ক্লাব ছেড়ে বার্সেলোনা ক্লাবে যোগ দিতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালে তিনি বিশ্বকাপ খেলবেন কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়। এর উত্তরে অধিনায়ক মেসি (Lionel Messi) জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ এখনো ৩ বছর দেরি আছে। যে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। পরের বিশ্বকাপে থাকবেন কি না তাও স্পষ্ট নয়, কারণ তখন মেসির বয়স হবে ৩৯। কিন্তু এই মুহূর্তে তিনি ২০২৪ এর কোপা আমেরিকা টুর্নামেন্ট নিয়েই ভাবছেন।