নিউজ

বিয়ে করলে ছেলেদের ৪ লক্ষ টাকা দিচ্ছে সরকার! কারা পাবেন? জেনে নিন

Advertisement
Advertisement

Marriage Scheme: বর্তমানে দেশের কর্মসংস্থান (Employment) খুবই শোচনীয়, বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে দিনকে দিন। ছেলেরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য খোঁজেন সরকারি চাকরি নয়তো মোটা বেতনের কোনো চাকরি। কিন্তু কখনো শুনেছেন কোনও মহিলাকে বিয়ে করলেই পাওয়া যাবে বড় অঙ্কের টাকা? এরকম হলে সব পুরুষের কাছেই তা হবে আকর্ষণীয়। আজকের প্রতিবেদনে জানবো বিস্তারিত।

Marriage Scheme

আইসল্যান্ডের সরকার কী ঘোষনা করেছেন? (Iceland Government’s announcement)

কোনো পুরুষই বউ (Wife) এবং টাকা (Money) একসঙ্গে পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মের একটি পোস্ট ঘিরে বর্তমানে রীতিমত হইচই পড়ে গেছে। গোটা নেট দুনিয়া জুড়ে যে পোস্টটি ভাইরাল হয়েছে তার থেকে জানা যায় যে, বিয়ে করলেই পাঁচ হাজার ডলার দেবে আইসল্যান্ডের সরকার (Iceland Government)। ভারতীয় মুদ্রা হিসাবে যা প্রায় ৪ লক্ষ ১৬ হাজার টাকা। এর পিছনের আসল কারণ হলো সে দেশে মহিলার থেকে পুরুষের সংখ্যা অনেক কম তাই বিয়ের জন্য ছেলেদের এই লোভনীয় প্রস্তাব দিচ্ছে সরকার।

কারা অগ্রাধিকার পাবে? (Who’ll get a chance first?)

ভাইরাল (viral) পোস্ট থেকে আরও জানা যায় যে, বিয়ের জন্য সর্বদা অগ্রাধিকার পেয়ে এসেছে উত্তর আফ্রিকান (African) পুরুষরা। আফ্রিকার একটি ওয়েবসাইটে এই বিষয়ে নিয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। এই নিয়ে বেশ উন্মাদনাও তৈরি হয়েছিল। কিন্তু দাবি করা হয়েছে এই পোস্টটি একেবারে মিথ্যে। বিয়ে করলে আইসল্যান্ড সরকার কোনরকম অর্থ প্রদান করবে না স্পষ্টভাবে জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। কি বলেছে সেখানকার বিদেশ মন্ত্রক? বিয়ে করলে ছেলেদের কোনরকম অর্থ প্রদান করা হবে এই ঘটনাটি একেবারেই সত্যি নয়।

Marriage Scheme

গুজব না সত্যি? (Rumor or Truth?)

এমনকি আইসল্যান্ডের একটি সংবাদমাধ্যম এইসব গুজবে মানুষকে কান দিতে বারণ করেছে। এসব বিষয়ে সাধারণ মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের তরফে আরো জানা গিয়েছে, আইসল্যান্ডের মহিলার তুলনায় পুরুষের অনুপাত মোটেই কম নয়। সে দেশের জনসংখ্যার ৫০ শতাংশই হলো পুরুষ। তাই বিয়ে করলে টাকা রোজগার করতে পারবেন এইসব ভাবা একদমই ঠিক নয়, বরং কাজে মন দেওয়া বাঞ্ছনীয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles