নিউজ

মঙ্গলগ্রহে মিললো বিশাল বড় বরফের হ্রদ, নতুন প্রানের আশায় বিজ্ঞানীরা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা কি একমাত্র প্রাণী নাকি পৃথিবী ছাড়া অন্য কোথাও আমাদের কোন প্রতিবেশী আছে? শত শত বছর পেরিয়ে গেছে কিন্তু মানুষের মনে এই প্রশ্ন এখনো বিরাজমান। আর এই নিয়ে রয়েছে বিজ্ঞানীদের গবেষণা, প্রচলিত গল্প কাহিনী, নানা ধারনা ও তত্ত্ব। আর পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সাথে সবচেয়ে বেশি নাম জড়িয়েছে মঙ্গলগ্রহের। মঙ্গল গ্রহ নিয়ে অনুসন্ধান চলে আসছে বছরের পর বছর। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য এলেও মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে দ্বন্ধ থেকেই গেছে।

সম্প্রতি মঙ্গল গ্রহে একটি বরফের হ্রদ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আর এই আবিষ্কার কে কেন্দ্র করেই বিজ্ঞানীদের মনে আশা জাগছে মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে। জল থাকলে সেখানে থাকতে পারে প্রাণ তাই মঙ্গল গ্রহে প্রাণের উপস্থিতি সম্পর্কে যথেষ্ট আগ্রহী তারা। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। স্পেস এজেন্সির মারসিস নামক একটি রেডার যন্ত্রে ধরা পড়েছে মঙ্গল গ্রহের বড় হ্রদের ছবি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো মার্স এক্সপ্রেস নামক একটি মহাকাশযান মারসিস কে নিজে অভ্যন্তরে বহন করে অনবরত মঙ্গলগ্রহের কক্ষপথে আবর্তন করে চলেছে।

ওই এজেন্সির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 82 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট ও 1.8 কিলোমিটার গভীরতা সম্পন্ন একটি গর্ত যার মধ্যে বরফ রয়েছে। একই গবেষকরা বরফের রিজার্ভায়ার বলেই চিহ্নিত করেছেন। অতিরিক্ত ঠান্ডায় ও বাতাসের ঘনত্ব কম হওয়ায় জলাধারের উপরের জল বরফে পরিণত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন এর আগে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব সম্পর্কে জানা গেলেও এই প্রথম সেখানে কোনো স্থায়ী জলাধার পাওয়া গেল।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles