দেশনিউজ

দেশে দুর্যোগ! পাঁচ হাজার মানুষকে একমাসের রেশন সাহায্যের সিদ্ধান্ত নিলেন শচীন তেন্ডুলকর!

Advertisement
Advertisement

করোনা মহামারীতে দেশে দেখা দিয়েছে আর্থিক বিপর্যয়। লকডাউন দেশ, কর্মহীন বহু মানুষ। দুবেলা দুমুঠো খাবার খাওয়ার মতো অর্থ নেই বহু মানুষের কাছে। দেশের এইসব অসহায় মানুষের সাহায্যের জন্য যথারীতি চেষ্টা করছে কেন্দ্র থেকে শুরু করে দেশের সমস্ত রাজ্যের সরকার। অন্যদিকে এইসব দরিদ্র মানুষের সাহায্যার্থে ও করোনা মোকাবিলায় দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছেন দেশের বহু শিল্পপতি, বলিউড, টলিউড সহ অন্যান্য সিনে তারকা সহ আরো অনেকেই। দেশবাসীর কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেট তারকারাও।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর করোনা ভাইরাস মোকাবিলায় একটি এনজিওর মাধ্যমে শিবাজি নগর এবং মুম্বাইয়ের গোবন্দি অঞ্চলের প্রায় ৫০০০ মানুষকে একমাসের জন্য রেশন বা খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। শচীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘আপ্নালয়’ নামের ঐ এনজিও টুইট করেছে, “এই লকডাউন চলাকালীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আপ্নালয়কে সাহায্য করার জন্য শচীন তেন্ডুলকর, আপনাকে ধন্যবাদ। তিনি একমাসে প্রায় ৫০০০ জনের রেশন দেখভাল করবেন।

‘আপ্নালয়’-এর টুইট বার্তা পাওয়ার পর শচীন তেন্ডুলকর এনজিওকে দুঃখী ও দরিদ্রদের সেবায় কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি টুইট করেছেন, “আপনারাও আপনাদের এই সুন্দর প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যান”। উল্লেখ্য এর আগেও মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM-CARES Fund) এবং Chief Minister’s Relief Fund(Maharashtra) তে ২৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles