অর্থনীতিনিউজ

Mutual Fund: এভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মিলবে দ্বিগুন রিটার্ন!

এফডি বা আরডির থেকে দ্বিগুন রিটার্ন মিলবে এই মিউচুয়াল ফান্ডে,

Advertisement
Advertisement

কম সময়ে বেশি টাকা উপার্জন করতে কে না পছন্দ করে। সকলেই চায় বিনিয়োগের মাধ্যমে টাকা দ্বিগুণ করতে। অনেকেই আছেন যারা বিনিয়োগের মাধ্যমে নিজেদের আয়কে বাড়িয়ে নিয়েছেন। কিন্তু কোন জায়গায় বিনিয়োগ করলে ঝুঁকি কম কিংবা কোথায় বিনিয়োগ করলে রিটার্ন ভালো পাওয়া যায়? সে বিষয়ে অনেকেই জানেন না। আজ আপনাদের বিনিয়োগের এমন এক ঠিকানা দেব, যেখানে বিনিয়োগ করলে দ্বিগুন রিটার্ন (Mutual Fund) পাবেন।

বেশির ভাগ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসাবে মিউচুয়াল ফান্ডকে (Mutual Fund) বেছে নেয়। তবে না বুঝে বিনিয়োগ করলে তা আপনার জন্য ঝুঁকি সাপেক্ষ হতে পারে। তাই মিউচুয়াল ফান্ডে কোথায় বিনিয়োগ করা উচিত সে সম্পর্কে জ্ঞান থাকা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ সবচেয়ে ভালো। কারণ এখানে বিনিয়োগে ঝুঁকি অনেকটাই কম থাকে। অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় এটি অধিক নিরাপদম

প্রত্যেক মাসে মাত্র ৫০০ টাকা খরচ করে এই বিনিয়োগ শুরু করা যায়। বর্তমানে যে সমস্ত মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন (Mutual Fund) পাওয়া যাচ্ছে, সেগুলি হলো- এইচডিএফসি লার্জ এবং মিড-ক্যাপ ফান্ড, মতিলাল অসওয়াল লার্জ এবং মিড-ক্যাপ ফান্ড, আইসিআইসিআই প্রুডেনসিয়াল লার্জ এবং মিড-ক্যাপ ফান্ড, কোয়ান্ট লার্জ এবং মিড-ক্যাপ ফান্ড এবং বন্ধন কোর ইক্যুইটি।

বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করলে সেই টাকা বিশেষজ্ঞরা শেয়ার বাজরে লাগায়। তবে এভাবে বিনিয়োগ করলে ঝুঁকি কম। কারণ লার্জ ক্যাপ সংস্থা র ওঠা পড়া অনেক কম। অন্যদিকে এখান থেকে কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। এফডি কিংবা আরডির ক্ষেত্রে যেখানে ৭ শতাংশের বেশি সুদ পাওয়া যায় না। সেখানে এখানে বিনিয়োগ করলে ১৫ শতাংশ সুদের হারে রিটার্ন মেলে।

Related Articles