মোনালিসার শরীরে থাবা বসাল Corona, সকলের প্রিয় ঝুমা বৌদির চিন্তায় ঠাকুরপোরা

করোনার দাপট যেন শেষ হয়েও শেষ হচ্ছেনা একে একে আক্রান্ত হচ্ছেন মানুষ। করোনার কবল থেকে বাদ যাচ্ছেনা কেউ সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই ভাইরাসের আক্রমণের শিকার। গত বছরের জানুয়ারিতে ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। তারপরে গোটা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল মহামারীর জাল। প্রচুর মানুষ মৃত্যুর কোলে ঢলেও পড়েন, সারা দেশ জুড়ে চলে লকডাউন।
এরপর 2020 এর শেষ দিকে করোণা সংক্রমণে হারে হ্রাস টানতে পেরেছিল ভারত। আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল সবই। মানুষ আবার নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এরমধ্যে আবার দেখা যাচ্ছে করোনা সংক্রমণ। আবার একের পর এক উঠে আসছে করোনা আক্রান্তের খবর।
এবার করোনা পজিটিভ হলেন ভোজপুরি ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। অর্থাৎ দুপুরের ঠাকুরপো বৌদি। তার আসল নাম অন্তরা বিশ্বাস হলেও মোনালিসা নামেই তাকে সবাই চেনে। দুপুর ঠাকুরপো সিজন 2 এরপর থেকেই বাঙ্গালিদের মধ্যে কালবৈশাখীর ঝড় তুলেছেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। এছাড়াও হিন্দী সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি।
সকলের প্রিয় এই অভিনেত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছে হোম আইসোলেশন এর আছেন। অভিনেত্রীর স্বামী বিক্রান্ত একটি সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন। তবে করোনা ধরা পড়লেও চিন্তার কারন নেই কারন তিনি আসিম্পটমিক। আপাতত বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন ও এই সংক্রান্ত সব নিয়ম মেনে চলছেন।
খবর শোনা মাত্রই প্রথমে তার অনুরাগীরা যথেষ্ট চিন্তিত ছিলেন বর্তমানে সকলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তার শ্যুটিং ফ্লোরে ফিরে যাওয়ার অপেক্ষা করছেন ভক্তরা।