Advertisements

সোশ্যাল মিডিয়ায় চুপি চুপি Love, হ্যান্ডসাম এই হিরোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী!

Advertisements

টলিউডের সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী সিনেমা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে তার রিয়েল লাইফ হিরো কে তা নিয়ে সকলের রয়েছে’ কৌতুহল, একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে ডেট করলেও প্রেমটা টেকেনি তাদের। অবশেষে শুভশ্রীর সাথে সাত পাকে বাঁধা পড়েন রাজ, তবে সম্প্রতি মিমিকে দেখা যাচ্ছে এক সুদর্শন পুরুষের প্রতি আকৃষ্ট হতে, আর মিমি ইনস্টাগ্রাম প্রোফাইল উঁকি মারলে তার প্রমান স্পষ্ট।

বেশ কয়েক মাস ধরে মিমি হাবুডুবু খাচ্ছেন সুদর্শন নায়ক এর প্রেমে, তবে সেই নায়ক বাংলা সিনেমা নন, এমনকি বলিউড কিংবা হলিউড এর হিরোও নন তিনি। তিনি হলেন ইতালির হ্যান্ডসাম হাংক হিরো মিশেল মরন। যার অভিনীত থ্রি সিক্সটি ফাইভ ডেস ছবিটি গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ার অন্যতম ট্রেন্ডিং-এ ছিল।

২৯ বছর বয়সী এই অভিনেতার ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। ইতিমধ্যে বিয়ে হয়ে ২০১৮ সালে স্ত্রী রুবা সাদেহ সাথে ডিভোর্সও হয়ে গিয়েছে অভিনেতার। দুই সন্তান রয়েছে তাদের। মিশেল মরোন একজন অভিনেতা হওয়ার পাশাপাশি মিশেল একজন পেশাদারী গায়কও। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিঙ্গল ডার্করুম।

সম্প্রতি থ্রি সিক্সটি ফাইভ ডেস ছবিতে অসম্ভব সাহসী দৃশ্যে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন মিসেল মরন। বিশেষ করে সকল যুবতীদের স্বপ্নের পুরুষে পরিণত হয়েছেন সুদর্শন ইতালিয়ান এই নায়ক। যার জাদু থেকে রীতিমতন রেহাই পাননি টালিউডের জনপ্রিয় নায়িকা মিমিও। তবে শুধু মিমি একা নন ঋতাভরী থেকে শ্রাবন্তী সকলেই নিয়মিত ফলো করেন মিসেল মরনকে, যা মিশেল মরোন এর ইন্সটাগ্রাম এর ফটোগুলিতে টলিউড নায়িকাদের লাইকের সংখ্যা দেখলেই প্রমাণ পাওয়া যায়।

Related Articles