Advertisements

বিয়ে করছেন ক‍্যাটরিনা, সেজে উঠছে সালমানের ঘর

Advertisements

বিয়ে করছেন ক্যাটরিনা কাইফ পাত্র ভিকি কৌশল আর তাদের বিয়ে দিচ্ছেন বলিউডের ভাইজান অর্থাৎ ক্যাটরিনার প্রাক্তন সালমান খান। ইতিমধ্যে সেজে উঠেছে সালমানের ফার্ম হাউস।

এক কালে সালমান-ক্যাটরিনার প্রেমের জোড় চর্চা ছিল বলিউডে, ভাইজান যে এখনো ক্যাটরিনার ওপর বেশ অনেকখানি দুর্বল তা তাদের একসাথে দেখলেই মালুম পরে। কিন্তু প্রেমিকার খুশির জন্য বুকে পাথর রেখে নিজেই ভিকির সাথে বিয়ে দিচ্ছেন ক্যাটের।

চলতি বছরের শুরুতেই আলীবাগে বেড়াতে গিয়েছিলেন ক্যাটরিনা এবং ভিকি। ইতিমধ্যেই ক্যাট এবং ভিকির নাম জুড়ে তৈরি হয়ে গিয়েছে ‘বিকট’ নামের ট্রেন্ড। জানা যাচ্ছে বিকটের বিয়েতে অতিথি আপ্যায়নে থাকবেন সালমান এবং ইউলিয়া, অতিথিদের খাবার পরিবেশন করবেন সানি ও ইজাবেল, রণবীর এবং আলিয়া দেবেন অতিথিদের স্টাটার।

কি বিয়ের পুরো প্রস্তুতি দেখে খটকা লাগছে বুঝি! লাগবেই তো কারণ বেমালুম আপনি হয়ে গিয়েছেন এপ্রিল ফুল! ভুলে গেছেন নাকি এপ্রিল মাস চলছে আর তাতে বোকা বানানো হবে না তা আবার হয় নাকি! ক্যাট এবং ভিকির বিয়ে হবে কিনা সেটি না হলে এখন সময়ের অপেক্ষাতেই থাক, তবে বলিউড জুড়ে গসিপের অন্ত নেই তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles