অফবিট

একজন IAS অফিসারের স্যালারি কত? আর কি কি সুবিধা পান তারা? – IAS Officer Salary

Advertisement
Advertisement

IAS বা IPS হওয়ার স্বপ্ন নিয়ে ছোট থেকে বড় হয়ে উঠছেন বহু পড়ুয়া। সরকারি আমলা থেকে বিদেশ মন্ত্রক। উচ্চপদস্থ যে কোনো আধিকারিক হওয়ার জন্য সকলকেই বসতে হয় UPSC সিভিল সার্ভিস পরীক্ষায়। প্রত্যেক বছর লাখ লাখ পরীক্ষার্থী বসেন এই পরীক্ষায়। তবে হাতেগোনা মাত্র কয়েকজনের স্বপ্ন হয় পূরণ। আসলে এই পরীক্ষা কিন্তু মোটেই সহজ নয়। আর সে কারণেই লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসলেও খুব অল্প জনই শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।

UPSC পরীক্ষার মাধ্যমে যে সমস্ত চাকরি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS নিয়ে। পরীক্ষার্থীদের একটা বড় অংশ এই পদে নিয়োগ পত্র পাওয়ার জন্য দিনরাত কঠিন পরিশ্রম করে চলেন। তাই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমানে একজন IAS অফিসার ঠিক কত টাকা বেতন পান প্রত্যেক মাসে? সরকারের তরফ থেকে মেলে আর কোন কোন সুবিধা? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

সপ্তম পে কমিশন অনুযায়ী একজন IAS অফিসারকে প্রত্যেক মাসে বেসিক পে বাবদ 56,100 টাকা দেয় সরকার। এছাড়াও রয়েছে মহার্ঘ ভাতা, ট্যুর অ্যালোয়েন্স, বাড়ি ভাড়া। সমস্ত কিছু খরচ খরচা মিলিয়ে প্রত্যেক মাসে একজন IAS অফিসার হাতে পান আনুমানিক প্রায় লাখ টাকা। সময়ের সঙ্গে সঙ্গে যদি পদোন্নতি এবং পদমর্যাদা বাড়ে তাহলে একই রকম ভাবে বাড়ে বেতন। এক্ষেত্রে উদাহরণ স্বরূপ বলা যেতেই পারে কেবিনেট সেক্রেটারি পদে চাকরি পাওয়া IAS অফিসারের কথা। এই পদে কর্তব্য পালনকারী আধিকারিক প্রত্যেক মাসে ভাতা বাবদ পান আড়াই লাখ টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে হাতে তিনি পেয়ে যাচ্ছেন এর থেকেও বেশি টাকা।

তবে কেবলমাত্র কিন্তু বেতন কিংবা ভাতা নয় পাশাপাশি আরও একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়া হয় IAS অফিসারদের। যার মধ্যে রয়েছে ভর্তুকিযুক্ত বিল, চিকিৎসার খরচ এবং পরিবহন ভাতা। এছাড়াও বাংলো, নিরাপত্তা ও অন্যান্য কর্মীদের সার্ভিস পে তো রয়েছেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, IAS অফিসারদের একটি গাড়ি এবং একজন চালক দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। জানিয়ে রাখি, একটা সময় অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই IAS অফিসারদের দেওয়া হতো পেনশন। তবে বর্তমানে নতুন পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে তাঁদের। ফলে এই স্কিমের ওপর নির্ভর করেই অবসরকালীন ভাতা ঠিক হয় IAS অফিসারদের।

Related Articles