নিউজ

Bank Holiday: মে মাসে লম্বা ছুটি! ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে দেখে নিন ছুটির তালিকা

Advertisement
Advertisement

Bank Holiday List May 2024: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শেষ হয়ে যাবে এপ্রিল মাস। এই মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল মোট 14 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর এবার প্রকাশ্যে এলো মে মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা। গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে তাহলে অবিলম্বে তা সেরে ফেলাই ভালো। কারণ মে মাসেও কিন্তু একগুচ্ছ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মে মাসে মোট 12 দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। আসলে একাধিক উৎসব রয়েছে মে মাসে। পাশাপাশি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। আর সে কারণেই মোট 12 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এক নজরে দেখে নেওয়া যাক কেন এবং কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ।

শ্রম দিবস এবং মহারাষ্ট্র দিবস উপলক্ষে 1 তারিখ দেশের বেশ কয়েক জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। বিশেষ এই দিন উপলক্ষে কলকাতা, বোলপুর, বেঙ্গালুরু, চেন্নাই, নাগরপুর, মুম্বাই, কচি, ইম্ফল, পাটনা, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তিরুবনন্তপুরামে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।

এরপর ব্যাঙ্ক বন্ধ থাকবে মে মাসের 5 তারিখ। সাপ্তাহিক ছুটি উপলক্ষে সমগ্র দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অর্থাৎ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে 8 মে।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে 10 মে।

দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সমগ্র দেশজুড়ে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে 11 মে।

এরপর 12 মে রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রাষ্ট্রীয় দিবস উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে 16 মে।

তৃতীয় রবিবার 19 মে। সাপ্তাহিক ছুটির কারণে সমগ্র দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।

20 মে লোকসভা নির্বাচনের কারণে বেলাপুর এবং মুম্বাইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বুদ্ধ পূর্ণিমার ছুটি উপলক্ষে 23 মে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে কলকাতা সহ আগরতলা, আইজল, ভোপাল, চণ্ডীগড়, রাঁচি, শিমলা, নিউ দিল্লি, মুম্বাই, লখনউ সহ বেশ কিছু জায়গায়।

নজরুল জয়ন্তী উপলক্ষে ভারতের বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে 25 মে।

এরপর 26 মে পুনরায় রবিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাঙ্ক ছুটি।

Related Articles