অর্থনীতিনিউজ

পোস্ট অফিসের এই স্কীমে দারুণ মুনাফা, প্রতি মাসে পাবেন 20,500 টাকা

Advertisement
Advertisement

Post Office Senior Citizen Saving Scheme: দেশের নাগরিকদের কাছে অতি জরুরি আর্থিক সংস্থান হল পোস্ট অফিস (Post Office)। ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কষ্ট করে উপার্জন করা টাকা অনেকেই রাখেন পোস্ট অফিসে। গ্রাহকের জন্য উচ্চ সুদের হারে উপার্জনের একগুচ্ছ ভালো স্কিম রয়েছে পোস্ট অফিসে (Post Office)। এমনকি প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বেশ দুর্দান্ত একটি স্কিম। কর্মজীবনে থাকাকালীন যদি এই প্রকল্পে বিনিয়োগ করা হয় তাহলে বার্ধক্য নিয়ে আর করতে হবে না চিন্তা। প্রত্যেক মাসে মিলবে 20,500 টাকা। উচ্চ হারে পাওয়া যাবে সুদ। বিশেষ এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।

Senior Citizen Saving Scheme-

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ন্যূনতম 1000 টাকা থেকে করা যায় বিনিয়োগ। সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। প্রত্যেক মাসে কত করে টাকা পাবেন বিনিয়োগকারীরা সবটাই নির্ভর করছে বিনিয়োগের পরিমাণ এর ওপর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পে বিনিয়োগ করলে 80C ধারা অনুযায়ী কর ছাড় পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।

সুদের হার-

Senior Citizen Saving Scheme হল একটি ক্ষুদ্র সঞ্চয়কারী প্রকল্প। খুব সহজেই পোস্ট অফিসে গিয়ে খুলে নেওয়া যাবে এই অ্যাকাউন্ট। একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করার পর এই প্রকল্পের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। বর্তমানে সরকারি এই প্রকল্পে 8.2 শতাংশ হারে মিলছে সুদ। প্রত্যেক তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয়।

সুদ পরিশোধ- প্রথমবারের সুদ জমার তারিখ থেকে 31 মার্চ বা 30 সেপ্টেম্বর অথবা 31 ডিসেম্বর দেওয়া হয়।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ- সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত করা যাবে বিনিয়োগ।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা- এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 55 বছর। সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত করা যাবে বিনিয়োগ।

জয়েন্ট অ্যাকাউন্ট- ব্যক্তিগত কিংবা স্ত্রীর সঙ্গে যৌথভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। কোনভাবে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয়ে যায় তাহলে প্রকল্পের টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন নমিনি।

ম্যাচিউরিটি- অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে আগামী 5 বছর পর সংশ্লিষ্ট পোস্ট অফিসে পাসবুক সহ নির্ধারিত আবেদন পত্র জমা দিয়ে খুব সহজেই বন্ধ করে দেওয়া যাবে এই অ্যাকাউন্ট।

Related Articles