টেক নিউজনিউজ

ডেইলি যাতায়াতের জন্য সেরা এই ৫টি ইলেকট্রিক স্কুটার, দাম ১ লাখ টাকারও কম

Advertisement
Advertisement

বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে ভারতীয় মানুষদের মধ্যে ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার ক্রেজ বৃদ্ধি পাচ্ছে। এই ইলেকট্রিক যানবাহনগুলি জনপ্রিয়তার এমন মাত্রা ছুঁয়েছে যে প্রতিটি সংস্থা তাদের ভালো রেঞ্জের মডেল নিয়ে আসছে‌। তবে আজকে আমরা কথা বলবো বাজেটফ্রেন্ডলি কিছু ইলেকট্রিক স্কুটারের কথা যা দামেও কম আবার ফিচার্সের দিক থেকেও বেশ নজরকাড়া-

Ola S1 X+- প্রতিদিনের যাতায়াতের জন্য বাজেটের মধ্যে অন্যতম ইলেকট্রিক স্কুটার এটি, যার দাম ধার্য করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। ডিজাইনের দিক থেকে এর সাথে Ola S1 Air এর মিল রয়েছে‌। আর Ola S1 X+এ অফার করা হয়েছে ৩কিলোওয়াট ব্যাটারি প্যাক।

Bounce Infinity e- সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটারের খোঁজ করে থাকলে এটিও একটি ভালো অপশন হতে পারে। বর্তমানে এর দাম ৯০ হাজার টাকা যাতে অফার করা হয়েছে ১.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে ৮৫ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম আর কোম্পানির দাবি প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার।

Ampere Zeal Ex- এই ইলেকট্রিক স্কুটারটির দাম রাখা হয়েছে ৯৬,৬৯০ টাকা। এতে আছে ২.৩কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে এটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম, আর কোম্পানির দাবি প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিলোমিটার।

Hero electric optima CX- ইলেকট্রিক স্কুটারের জগতে, গ্রাহকরা নতুন ডিজাইন ও নতুন লুক পেতে চলেছে হিরোর হাত ধরে। ব্যাটারি চালিত স্কুটার এর দুনিয়ায় Hero-এর অন্যতম মডেল electric optima CX. বর্তমানে এর দাম ৮৫,১৯০ টাকা। এতে রয়েছে ১.৫৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। কোম্পানির দাবি এর টপ স্পিড ৪৫ কিলোমিটার।

Okinawa praise pro- এর দাম রয়েছে ৯৯ হাজার ৬৪৫ টাকা। স্কুটারটিতে উপস্থিত রয়েছে ২.০৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি স্কুটারটি ফুল চার্জে ৮১ কিলোমিটার পথ চলতে সক্ষম। আর এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৫৬ কিমি।

Related Articles