অফবিট

বিরল ঘটনা, বছরে ৬ মাস ঘুমিয়ে কাটান এই সুন্দরী কুম্ভকর্ণ

Advertisement
Advertisement

কুম্ভকর্ণের কথাতো আমরা সকলেই জানি যে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাতেন আর একবার জাগতেন খাবার খাওয়ার কারণে। কুম্ভকর্ণের কথা রামায়নের গল্পে শুনেছি কিন্তু বাস্তবে সচক্ষে এবার তার দেখাও মিললো ফিরে এলেন কুম্ভকর্ণ।
কিন্তু সে গল্পের মতোন বিশালদেহী রাক্ষসী নয় বরঞ্চ এক সুন্দরী এই কুম্ভকর্ণ। তবে ভোল পাল্টালেও স্বভাব পাল্টায়নি একইরকম ঘুমকাতুরে কুম্ভকর্ণের মতই এই সুন্দরী ঘুমিয়ে কাটান 6 মাস।

সম্প্রতি এরকমই এক অবাক করা ঘটনার খোঁজ মিলেছে। 22 বছরে বেথ গোডিয়ার যখন একবার শুয়ে পড়েন তার 6 মাস পর চোখ খোলেন। বহু চেষ্টা করেও তাকে জাগানো যায় না আত্মীয়রা অধীর আগ্রহে বেথের ঘুম ভেঙে জেগে ওঠার প্রহর গুনতে থাকেন।

পুরানে শোনা যায় শোনা যায় কুম্ভকর্ণ কোনো বর পেয়ে এরকম অবস্থা ধারন করেছিলেন কিন্তু এ ক্ষেত্রে বিষয়টি আলাদা। বাস্তবে Beth Goodier আসলে এক বিরল রোগে আক্রান্ত যা kleine Levin syndrome নামে পরিচিত। প্রতি 100 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন। এতে রোগীর এমনই অবস্থা হয় দিনের পর দিন সে কেবল ঘুমিয়ে থাকে, ঘুম ভাঙলে রোগীর প্রচন্ড খিদে পায় ঠিক যেমন কুম্ভকর্ণের ক্ষেত্রে হতো।

মাত্র 17 বছর বয়সে ঘুম রোগে আক্রান্ত হন বেথ। হুশ ফিরলে প্রাত্যহিক কর্ম করা সাধারন মানুষের মতোই সবকিছু করতে পারেন তবে সেই মেয়াদ মাত্র 14 দিনের তারপর আবার ঘুমের রাজ্যে চলে যান। এইরকম বিরল রোগের কারণে তাকে পড়াও ছাড়তে হয়েছে কারো সাথে দেখা করতে পারেন না তিনি।

প্রসঙ্গত এই লেডি কুম্ভকর্ণের রয়েছে প্রেমিক তিনি প্রায়ই বেথকে দেখতে আসেন। ঘুমিয়ে থাকা প্রেমিকার কাছে বসে থাকেন। 6 মাস পর ঘুম ভাঙলে তাদের কথা হয়। ‌চিকিৎসকরা এই রোগের কারণ খুঁজছেন চলছে বিস্তর গবেষণা, তারমধ্যে ঘুমিয়ে জীবন কাটাচ্ছেন বেথ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles